Siliguri News: ঢাকায় শিলিগুড়ির মুখ উজ্জ্বল করলেন চন্দ্রা, চাঁদের আলো শহরবাসীর মুখে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
চলতি মাসের ৫ এবং ৬ মে বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই যোগা প্রতিযোগিতায় ভারত-বাংলাদেশ মিলিয়ে মোট ৪৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।
শিলিগুড়ি: ঢাকায় আয়োজিত আমন্ত্রণমূলক বঙ্গমৈত্রী আন্তর্জাতিক যোগা কাপ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করলেন চন্দ্রা মল্লিক। বাংলাদেশ থেকে বাড়ি ফিরতেই এলাকার মানুষ তাঁকে সম্বর্ধনা জানায়।
শিলিগুড়ির ৩০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দেশবন্ধু পাড়ায় বাড়ি চন্দ্রার। উল্লেখ্য, শিলিগুড়ি টেবিল টেনিসের শহর হিসেবে পরিচিত। কিন্তু ধীরে ধীরে টেবিল টেনিস ছাড়াও অন্যান্য খেলাতেও ক্রমশ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে শহরের মুখ উজ্জ্বল করছেন ক্রীড়াবিদরা। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেট কিপার তথা গুজরাট টাইটান্সের অন্যতম ভরসা ঋদ্ধিমান সাহা এই শিলিগুড়িরই ছেলে। এ ছাড়াও রিচা ঘোষ, কামাল হাসানরাও ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্যের নজির রেখেছেন। তেমনই এবার ঢাকায় গিয়ে শহরের মুখ উজ্জ্বল করলেন চন্দ্রা মল্লিক।
advertisement
advertisement
চলতি মাসের ৫ এবং ৬ মে বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই যোগা প্রতিযোগিতায় ভারত-বাংলাদেশ মিলিয়ে মোট ৪৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে ভারত থেকে ১৫০ জন প্রতিযোগী অংশ নেন। এই প্রতিযোগিতায় মোট চারটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হয়। শিলিগুড়ি থেকে মোট ৭ জন প্রতিযোগী এই অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে সবচেয়ে ভাল ফল করেছেন চন্দ্রা।
advertisement
শিলিগুড়ির ওঙ্কার যোগা অ্যান্ড স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে চন্দ্রা ঢাকার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। যে সাতজন শহর থেকে গিয়েছিলেন তার মধ্যে চন্দ্রা সহ ছয়জনই পদক জিতেছেন। এই ফলে খুশি প্রশিক্ষকরাও। শিলিগুড়ির প্রশিক্ষক সাগর বোসের নেতৃত্বে ওই ছেলেমেয়েরা ঢাকাতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। ১১ থেকে ১৭ বছর বয়েজ বিভাগে প্রথম স্থান অধিকার করে সোনা জিতেছে শিলিগুড়ির ছেলে জুয়েল রায় এবং পঁচিশ বছরের উর্ধ্বে গার্লস বিভাগে প্রথম স্থান অধিকার করে সোনা জিতেছেন শিলিগুড়ির মেয়ে চন্দ্রা মল্লিক।
advertisement
এই সাফল্য প্রসঙ্গে চন্দ্রা বলেন, বেশ গর্ব অনুভব করছি। এই সাফল্যকে তাঁর পরিশ্রমের ফসল বলে মনে করেন চন্দ্রা। জানান , প্রতিযোগিতা প্রচন্ড কঠিন ছিল। তবে বাংলাদেশকে টক্কর দিয়ে শিলিগুড়ির প্রতিযোগীরা যথেষ্ট ভাল ফল করেছে বলে তিনি দাবি করেন।
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 2:35 PM IST