Alipurduar News: মাদারিহাট বাজারের আবর্জনা ছড়াচ্ছে দূষণ! সংকটে জলদাপাড়া অভয়ারণ্য
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
মাদারিহাট পর্যটনস্থল হিসেবে পরিচিত। এই এলাকায় রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য। বাজারের আবর্জনার কারণে দূষিত হচ্ছে এলাকা। চিন্তিত এলাকার ব্যবসায়ী থেকে বনকর্মীরা।
আলিপুরদুয়ার: মাদারিহাট পর্যটনস্থল হিসেবে বিশেষভাবে পরিচিত। কারণ এই এলাকাতে রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য। বাজারের কারণে দূষিত হচ্ছে এই এলাকা,যার কারণে চিন্তিত এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে বনকর্মীরা। একাধিক সমস্যায় জর্জরিত ব্যবসায়ীরা। জলদাপাড়া জঙ্গল ঘেরা এই মাদারিহাট বাজারের একদিকে জমে রয়েছে আবর্জনার স্তুপ। যার গন্ধে নাজেহাল ব্যবসায়ীদের থেকে শুরু করে ক্রেতারাও।
পাশাপাশি, অভিযোগ জেলা পরিষদের অধীন এই বাজারে শৌচালয় থাকা সত্ত্বেও তা সপ্তাহের বেশিরভাগ দিনই বন্ধ থাকে,যার জেরে ভোগান্তির মুখে পড়তে হয় ব্যবসায়ী ও ক্রেতা উভয়কেই। ব্যবসায়ীদের কথায়,মাদারিহাট একটি পর্যটনস্থল। এই শহর লাগোয়া জলদাপাড়া জঙ্গল। বছরের বেশিরভাগ সময়ই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই শহরে।
আরও পড়ুন:প্রেসক্রিপশনের এক পাশে ছোট্ট একটি লেখা, আর তাতেই ‘গর্জন’-এর স্বর! ডাক্তারের কাণ্ড দেখলে অবাক হবেন
advertisement
advertisement
এ ক্ষেত্রে বাজার রাস্তা ঘাট যেখানে ঝাঁ চকচকে হওয়া উচিত, তার বিপরীত চিত্র রয়েছে। পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন নোংরা আবর্জনা পরিষ্কার, বাজার উন্নয়নের জন্য খাজনা দেওয়া সত্ত্বেও কোনও কাজ হয়না। এভাবেই চলছে, পর্যটকরা আর আসবে না এই এলাকায়। পুজোর আগেই সমাধান চাইছেন সেথানীয়রা।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2024 2:15 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: মাদারিহাট বাজারের আবর্জনা ছড়াচ্ছে দূষণ! সংকটে জলদাপাড়া অভয়ারণ্য







