Alipurduar News: আবাস যোজনায় নাম নেই প্রকৃত প্রাপকদের! পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
প্রসঙ্গ সেই আবাস যোজনার। মাদারিহাট পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে আমজনতা। আসল প্রাপকদের নাম নেই আবাস যোজনার নামের তালিকায়। এ বিষয়ে একবার পঞ্চায়েত কার্যালয়ে অভিযোগ জানিয়েও মেলেনি কোনও সুরাহা।
#আলিপুরদুয়ার : প্রসঙ্গ সেই আবাস যোজনার। মাদারিহাট পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে আমজনতা। আসল প্রাপকদের নাম নেই আবাস যোজনার নামের তালিকায়। এ বিষয়ে একবার পঞ্চায়েত কার্যালয়ে অভিযোগ জানিয়েও মেলেনি কোনও সুরাহা। তাদের প্রতিবেশির পাকা বাড়িতে গিয়ে সার্ভে করেছেন আইসিডিএস কর্মীরা। তাদের দিকে তাকায়নি কেউই। যার ফলে ক্ষুব্ধ মাদারিহাট এলাকার বাসিন্দারা। এই ক্ষোভেই এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আমজনতা।
আরও পড়ুনঃ বেতন না পেয়ে শ্রমিক বিক্ষোভ কালচিনি চা বাগানে
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে দেখা গেল বৃদ্ধ, বৃদ্ধারা হাতে ন্যায় বিচারের প্লাকার্ড নিয়ে বসে রয়েছেন। সুবিচার মিলবে কি? থেকে যায় প্রশ্ন। বিক্ষোভকারীরা জানান, "আবাস যোজনা যাদের ঘর প্রকৃত অর্থে নেই তাদের জন্য। পঞ্চায়েত তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো করে জানেন। তারপরেও কেন আবাস যোজনা থেকে বঞ্চিত থাকলেন তারা। এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তারা। এ বিষয়ে পঞ্চায়েতের তরফ থেকেও কিছু জানা যায়নি।
advertisement
Annanya Dey
advertisement
Location :
First Published :
December 16, 2022 1:40 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: আবাস যোজনায় নাম নেই প্রকৃত প্রাপকদের! পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ