হোম /খবর /আলিপুরদুয়ার /
দারুণ খবর! ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রশিক্ষণ ছাড়াই সাফল্য লটারি বিক্রেতার ছেলের

Alipurduar News: দারুণ খবর! ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রশিক্ষণ ছাড়াই সাফল্য লটারি বিক্রেতার ছেলের

X
title=

কোনও প্রশিক্ষণ ছাড়াই প্রথমবার ডব্লিউবিসিএস পরীক্ষায় বসে বাজিমাত করলেন কামাখ‍্যাগুড়ির লটারি বিক্রেতার ছেলে কৌশিক সাহা। তাঁর নজরকাড়া সাফল্যে গর্বিত কামাখ্যাগুড়িবাসী।

  • Local18
  • Last Updated :
  • Share this:

আলিপুরদুয়ার: কোনও প্রশিক্ষণ ছাড়াই প্রথমবার ডব্লিউবিসিএস পরীক্ষায় বসে বাজিমাত করল কামাখ‍্যাগুড়ির লটারি বিক্রেতার ছেলে কৌশিক সাহা। তাঁর নজরকাড়া সাফল্যে গর্বিত কামাখ্যাগুড়িবাসী।

জানা গিয়েছে, কৌশিক সাহা ২০২০ সালে ডব্লিউবিসিএস পরীক্ষায় বসেছিলেন। গত বৃহস্পতিবার ওই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তাতে কৌশিক সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। এই খবর জানাজানি হতেই কামাখ্যাগুড়ি-সহ গোটা কুমারগ্রাম ব্লকে খুশির হাওয়া বইছে। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল কৌশিক। পড়াশোনার প্রতি তার একটা আলাদা উৎসাহ।

আরও পড়ুন- আর মাত্র কয়েকদিন, সুখের দেবতা শুক্র জোট বাঁধবেন বৃহস্পতির ঘরে, এই চার রাশির ঘরে হবে টাকার বৃষ্টি!

এদিকে, তাঁর পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। বাবা কালীপদ সাহা লটারির টিকিট বিক্রেতা। তবে সংসারের আর্থিক অনটন কৌশিকের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছে। প্রশিক্ষণ ছাড়া পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারণ তাঁর সামর্থ্য ছিল না। কোনওরকম কোচিং ছাড়াই ডব্লিউবিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক অনন্য নজির তৈরি করল কামাখ্যাগুড়ির শ্যামানগর কলোনির কৌশিক। তার এই সাফল্যের কথা জানাজানি হতেই এলাকার সর্ব স্তরের সাধারণ মানুষ ছুটে আসছেন বাড়িতে। মিলছে একের পর এক সংবর্ধনা। ভাঙাচোরা টিনের বাড়ি। ছেলের এই সাফল্যে খুশি হয়ে পুরো বাড়ি সাজিয়েছেন তাঁর বাবা।

আরও পড়ুন- এবার সিআইডির তলব গোথা এআর হাইস্কুলের প্রধান শিক্ষক ও তার ছেলেকে

স্বভাবতই খুশি কৌশিক ও তার পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, ডব্লিউবিসিএস পরীক্ষার ‘বি’ গ্রুপে উত্তীর্ণ হয়েছে কৌশিক। ডব্লিউবিএস-এ তাঁকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে পিএসসির পক্ষ থেকে। সেই হিসেবে রাজ্য পুলিশে ডেপুটি পুলিশ সুপার পদে যোগ দেবেন কৌশিক। নিজের স্বপ্নপূরণ করে বাবা-মায়ের মুখে হাসি ফুটিয়ে আপাতত চড়া হাসি কৌশিকের মুখেও। জানা গিয়েছে, ২০১৯ সালে গ্র্যাজুয়েট হন কৌশিক সাহা। এরপর ২০২০ সালে ডব্লিউবিসিএস পরীক্ষায় বসে। গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসে প্রথমবারেই সাফল্যের মুখ দেখলেন তিনি। এই প্রসঙ্গে কৌশিক বলেন, ‘‘আমি এতটাই খুশি তা বলে বোঝাতে পারব না। ২০১৯ সালে গ্র্যাজুয়েশন শেষ করার পর বাড়ি থেকেই পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি শুরু করি। অনেকে বলেছিল, কোচিং ছাড়া পাশ করা সম্ভব না। আবার এটাও প্রচলিত ছিল যে, প্রথমবার পরীক্ষা দিয়ে পাস করা সহজ নয়। দু’টো ধারণাই যে ভুল, তা প্রমাণ হল।’’

Annanya Dey

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Alipurduar, Alipurduar news