Alipurduar Durga Puja 2022 II কালো জগতের আলো, এই থিমেই মজেছে আলিপুরদুয়ারের দত্তপাড়া

Last Updated:

আলিপুরদুয়ার শহরের অন্যতম বড় পুজোর আয়োজন হয় দত্ত পাড়ায়। এই পাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব প্রতিবছরই নিত্যনতুন পুজোর চমক দেয় দর্শকদের।

+
title=

#আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার শহরের অন্যতম বড় পুজোর আয়োজন হয় দত্ত পাড়ায়। এই পাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব প্রতিবছরই নিত্যনতুন পুজোর চমক দেয় দর্শকদের। তাই শুধু শহরের দর্শনার্থীরা নয়,জেলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা ভীড় জমান এই পুজো দেখতে। এবারেও ব্যতিক্রম হয়নি। স্বামী বিবেকানন্দ ক্লাব এবছরে দুর্গা পুজোর থিম রেখেছে কালো জগতের আলো। পুজো মণ্ডপটি রঙ কালো হলেও। তার ভেতর আলো খেলে যাওয়ার দৃশ্য ফুটিয়ে তুলেছেন তারা। মণ্ডপটি তৈরি হয়েছে ফেলে দেওয়া টায়ার, প্লাই বোর্ড দিয়ে।
 
 
advertisement
মণ্ডপটি দিয়ে যাতে হাওয়া ঘুরতে পারে তার জন্য বদ্ধ করা হয়নি মণ্ডপটিকে। মণ্ডপের বাইরের দিকে কীট পতঙ্গের মডেল,ষাঁড়ের মডেল রাখা হয়েছে। আদিবাসী মানুষের মুখ রাখা হয়েছে। মণ্ডপের ভেতরে প্রবেশ করলে দেখা যাবে চারিদিকে অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ। আদিবাসী সম্প্রদায়ের মানুষের মডেল। তার মাঝেই রয়েছে শিব গণেশের মূর্তি। রাজপ্রাসাদের আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপটি। কালোর মধ্য দিয়ে বিভিন্ন রঙ ফুটিয়ে তোলার প্রয়াস করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ফালাকাটা কলেজপাড়া পুজো কমিটিতে পাট দিয়ে সোনার কলস
পুজো কমিটির সদস্যদের মতে বিগত দুবছর করোনার কারণে সেই অর্থে বড় পুজো করা সম্ভব হয়নি। তাই এবারে এই পুজোর আয়োজন করা হয়।ফেলে দেওয়া জিনিস ব্যবহার করে পুজো মণ্ডপ গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে,ব্যবহারের উপযোগী করে তুললেই জিনিস ব্যবহার করা যায়। সব কালো জিনিস ময়লা হয় না। দর্শনার্থীদের মন এই পুজো দেখে খুশি হবে বলে দাবি আয়োজকদের।
advertisement
 
 
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar Durga Puja 2022 II কালো জগতের আলো, এই থিমেই মজেছে আলিপুরদুয়ারের দত্তপাড়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement