Alipurduar Durga Puja 2022 II ফালাকাটা কলেজপাড়া পুজো কমিটিতে পাট দিয়ে সোনার কলস

Last Updated:

আলিপুরদুয়ার জেলার মধ্যে অন্যতম সেরা পুজো ফালাকাটা কলেজ পাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটির। প্রতি বছরই দর্শকদের নিত্যনতুন থিম পরিবেশন করে পুজোটি। এবারের থিম সোনার কলস।

+
title=

#আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার মধ্যে অন্যতম সেরা পুজো ফালাকাটা কলেজ পাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটির। প্রতি বছরই দর্শকদের নিত্যনতুন থিম পরিবেশন করে পুজোটি। এবারের থিম সোনার কলস। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী প্রায় তিনমাস ধরে কাজটি শেষ করেছেন। বৃষ্টির পরিমাণ জেলায় বেশি থাকলেও সব প্রতিকুলতাকে কাটিয়ে পুজো মণ্ডপটি সাজাতে পেরেছেন তারা। পরিবেশবান্ধব জিনিস ব্যবহার করা হয়েছে প্রথম থেকে। মণ্ডপে প্রবেশের মুখে দেখা যায় একাধিক ঝাড়বাতি। যা কাগজের তৈরি। মণ্ডপ শুরু হয়েছে সোনালি তন্তু পাট দিয়ে। শেষ হয়েছে এই তন্তু দিয়ে।
 
 
advertisement
নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে মণ্ডপটিকে। মুল মণ্ডপে প্রবেশের আগে পাট দিয়ে তৈরি পালকি দেখা যায়। এর ভেতরে দেখা যায় গণেশ দেবকে। এই পালকি পাড় করে মুল মণ্ডপে প্রবেশ করলে চোখ আটকে যায় প্রতিটি কাজে। দেবী দুর্গার মৃন্ময়ী রূপটিও ভিন্ন ধরণের। শুধু মা দুর্গাকে দেখে মনে হতে পারে বাকিরা কোথায়? নিখুঁতভাবে দেখলে বোঝা যাবে মা দুর্গার গলার হারে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ কার্তিক। দেবীর পাশে রয়েছে সুপরির খোল,পাট দিয়ে তৈরি কলসাকৃতির মডেল।
advertisement
 
পাশাপাশি লক্ষ্য করা যায় সামঞ্জস্য রেখে আলোকসজ্জা। পুজোর কটা দিন এই পুজো কমিটির তরফে মহারাষ্ট্র থেকে ঢোলতাসা আনা হয়েছে।এই দলটি দর্শকের মনোরঞ্জন করবে। ষষ্ঠী থেকে শুরু হবে মনোরঞ্জনের কাজ। যা চলবে নবমী পর্যন্ত। দর্শক টানতে এই আয়োজন ফালাকাটা কলেজপাড়া সর্বজনীন পুজো কমিটির। দর্শনার্থীদের ভীড় এবারে উপচে পড়বে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা।
advertisement
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar Durga Puja 2022 II ফালাকাটা কলেজপাড়া পুজো কমিটিতে পাট দিয়ে সোনার কলস
Next Article
advertisement
Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
  • ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই

  • বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই

  • মতুয়াগড়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
advertisement