Alipurduar News: চা বলয়ে কেদারনাথ মন্দিরের থিমে দুর্গা পুজো অগ্রগামী সংঘের

Last Updated:

পুজোয় চা বলয়ের বাসিন্দাদের হাতের কাছে কেদারনাথ মন্দির এনে দিতে চলেছে হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ। এই পুজোর এই থিম নিয়ে জোর চর্চা কালচিনি জুড়ে।

+
title=

#আলিপুরদুয়ার : পুজোয় চা বলয়ের বাসিন্দাদের হাতের কাছে কেদারনাথ মন্দির এনে দিতে চলেছে হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ। এই পুজোর এই থিম নিয়ে জোর চর্চা কালচিনি জুড়ে। হ্যামিল্টনগঞ্জের খেলার মাঠে আয়োজন করা হয় এই পুজোর। এবারে আঠাশ বছরে এই পুজো পদার্পণ করছে।পুজো নিয়ে কর্মকর্তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। কেদারনাথ মন্দিরের আদলে মন্ডপ তৈরির কাজ শেষ। গত মাসের শেষের দিকে শুরু হয়েছে কাজ। মন্ডপ শিল্পীরা এসেছিলেন আলিপুরদুয়ার থেকে। দেবী দুর্গার সাবেকি মূর্তি লক্ষ্য করা যাবে এই মণ্ডপে। ভেতরে রাখা হয়েছে ধ্যানমগ্ন শিবের মূর্তি ও বৌদ্ধ মূর্তি।
পুজো কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ বাগচী জানান, কেদারনাথ মন্দির থিমে রাখা হয়েছে চা বলয়ের মানুষদের কথা ভেবে। অনেকেই তো যেতে পারেনা কেদারনাথ।তারা এই মন্ডপ দেখলে খুশি হবে। করোনা পরিস্থিতি পেরিয়ে এবারে দর্শনার্থীদের ভীড় উপচে পড়বে বলে তিনি আশাবাদী। হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘের এই মন্ডপ তৈরি হচ্ছে আট লক্ষ টাকা খরচ করে। মন্ডপের ভেতরে কেদারনাথ মন্দিরের ন্যায় বিভিন্ন মূর্তি রাখা হবে।
advertisement
advertisement
 
আলোর ব্যবস্থা করবেন আলিপুরদুয়ারের আলোকশিল্পীরা। এছাড়াও মন্ডপের বাইরে লাইভ স্ট্যাচুর ব্যবস্থা করা হবে। প্রায় পাঁচটি স্ট্যাচু রাখা হবে বলে এক পুজো কমিটির সদস্য জানান। ধ্যানমগ্ন সাধুদের দেখা যাবে এই স্ট্যাচুতে। যারা এই লাইভ স্ট্যাচু উপস্থাপনা করবেন তাদের সুযোগ, সুবিধার খেয়াল রাখবে পুজো কমিটির সদস্যরা। পুজো কমিটির তরফে আরও জানান হয়েছে দর্শনার্থীদের নিরাশ করা হবে না। এই পুজো জেলার সেরা পুজোর পাশাপাশি সকলের মনের পুজো হবে।
advertisement
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চা বলয়ে কেদারনাথ মন্দিরের থিমে দুর্গা পুজো অগ্রগামী সংঘের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement