Alipurduar News: এনবিএসটিসি-র একাধিক বাস পেতে চলেছে জয়গাঁ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ভুটানগেট খোলার পর শণিবার জয়গাঁয় এলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতীম রায়। এদিন তাকে জয়গাঁ শহরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ অন্যান্যরা।
#আলিপুরদুয়ার: ভুটানগেট খোলার পর শণিবার জয়গাঁয় এলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতীম রায়। এদিন তাকে জয়গাঁ শহরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ অন্যান্যরা। জয়গাঁ শহরের রাস্তাগুলি ঘুরতে দেখা যায় পার্থবাবুকে। তিনি পেডেস্ট্রিয়ান টার্মিনালে যান। জয়গাঁ প্রধান গেটের সামনেও ঘুরে দেখেন তিনি।স্বম্ভবত সীমান্ত শহরে এনবিএসটিসির তরফে আরও পরিষেবা দেওয়া হবে। পার্থপ্রতীম রায় জানান, "সীমান্ত শহর জয়গাঁর গুরুত্ব অপরিসীম। পর্যটন প্রসারে জয়গাঁর গুরুত্ব যাতে বৃদ্ধি পায় সেদিকে নজর রেখে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে।"
জানা যায়, জয়গাঁ-শিলিগুড়ি, জয়গাঁ-কোচবিহার, জয়গাঁ-আলিপুরদুয়ারের মধ্যে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। পাশাপাশি সময়ের দিকেও নজর রাখা হবে। কারণ অনেকেই যাতায়াত করবেন। তারা যাতে সহজেই সরকারি বাসের পরিষেবা লাভ করেন তা দেখা হবে বলে জানা পার্থপ্রতীম রায়। এদিন তিনি জেডিএ চেয়ারম্যানের কাছ থেকে ভুটানে ভারতীয়দের প্রবেশের নিয়ম সম্পর্কে শুনে যান। নিয়ম মেনেই বাস পরিষেবা দেওয়ার দিকে নজর রাখা হবে বলে তিনি জানান।
advertisement
আরও পড়ুনঃ বোনাসের দাবিতে তুমুল উত্তেজনা কোহিনুর চা বাগানে
এর আগে এপ্রিল মাসে জয়গাঁ থেকে দুটি এন বি এস টি সি-র বাস পরিষেবা চালু হয়েছিল। জয়গাঁ থেকে শিলিগুড়ি এবং জয়গাঁ থেকে কোচবিহার রুটে বেসরকারি বাস পরিষেবা থাকলেও ছিল না কোনো সরকারি বাস। জনসাধারণের সরকারি বাসের দাবির কথা মাথায় রেখে এই দুটি বাস পরিষেবা চালু হয়। এর আগে এনবিএসটিসি-র বাস পরিষেবা জয়গাঁ থেকে কালিম্পং, জয়গাঁ থেকে দার্জিলিং এবং জয়গাঁ থেকে মালদা পর্যন্ত মিলত। কোচবিহারগামী বাসটি জয়গাঁ থেকে সকাল সাড়ে আটটার সময় ছাড়ে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্যান্ডেলে যাওয়ার অপেক্ষায় ঢাকিরা, চলছে মহড়া
কোচবিহার থেকে আলিপুরদুয়ার হয়ে ওই বাসটি জয়গাঁয় সন্ধ্যা ছয়টা বেজে কুড়ি মিনিটে এসে পৌঁছায়। অপর বাসটি আলিপুরদুয়ার ডিপো থেকে ভোর সাড়ে পাঁচটায় ছাড়ে। সকাল সাড়ে সাতটার মধ্যে তা জয়গাঁ বাস টার্মিনাসে ঢুকে যায়। এরপর তা সেখান থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেয়। বেলা সাড়ে বারোটায় তা শিলিগুড়ি পৌঁছে যায়। শিলিগুড়ি থেকে বাসটি দুপুর তিনটের সময় জয়গাঁর উদ্দেশ্যে রওনা দেয়।সন্ধ্যা সাড়ে সাতটার সময় তা পৌঁছে যায় জয়গাঁয়।
advertisement
Annanya Dey
Location :
First Published :
September 24, 2022 7:05 PM IST