Alipurduar: বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গলে দেখা মিলল ক্লাউডেড লেপার্ডের

Last Updated:

৪ আগস্ট আন্তর্জাতিক ক্লাউডেড চিতা দিবস। আর আজকের দিনেই বক্সা ব্যাঘ্র প্রকল্প বনদফতরের পক্ষ থেকে ক্লাউডেড চিতা বাঘের ছবি প্রকাশ করা হল।

#আলিপুরদুয়ার : ৪ আগস্ট আন্তর্জাতিক ক্লাউডেড চিতা দিবস। আর আজকের দিনেই বক্সা ব্যাঘ্র প্রকল্প বনদফতরের পক্ষ থেকে ক্লাউডেড চিতা বাঘের ছবি প্রকাশ করা হল। এ বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি প্রবীণ কাসওয়ান জানান, 'বক্সা একটি অত্যন্ত জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল এবং এই প্রজাতির চিতা বাঘের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল। ক্লাউডেড লেপার্ড (নিওফেলিস নেবুলোসা) ভারতে পাওয়া একটি বড় প্রজাতির চিতা বাঘ। এর পরিসর খুবই সীমিত এবং দেশের শুধুমাত্র ঘন বনের কয়েকটি স্থানেই এটি পাওয়া গিয়েছে। আর দেশের মধ্যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল এমনই একটি জায়গা যেখানে এই চিতাবাঘও দেখতে পাওয়া গিয়েছে।' এছাড়াও বনদফতর সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে অনেকবার ক্যামেরার ফাঁদে এই চিতাবাঘের ছবি ধরা পড়েছে। ক্লাউডেড লেপার্ড দিবসে এই বিরল প্রজাতির প্রাণীর সন্ধান মেলায় খুশি বক্সা বাঘ বনের বনকর্মী ও আধিকারিকরা। এর আগে ২০২০ সালে বক্সার বাঘবনে জোড়া ক্লাউডেড লেপার্ডের সন্ধান মিলেছিল।বন দফতরের দাবি, এই জঙ্গলের পূর্বদিকে, জয়ন্তী এলাকার পাহাড়ের ঢালে বিগত বছরগুলির গণণা অনুসারে কমপক্ষে পনেরো জোড়া ক্লাউডেড লেপার্ডের দেখা মিলেছে৷
বিষয়টিতে উৎসাহিত হয়ে বক্সায় শুরু হতে চলেছে এই প্রজাতির চিতাবাঘ সমীক্ষা ও সুমারির কাজ৷ সারা বিশ্বেই বিপন্ন এই বন্যপ্রাণীদের সংরক্ষণের জন্য বিশেষ মাস্টারপ্ল্যানও তৈরি হয় বনদফতরের তরফে। অন্যদিকে ২০২১ সালে বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের। জয়ন্তীর মহাকালের কাছে একসঙ্গে ২টি কালো চিতাবাঘের দেখা মিলেছে। তাদের ছবিও তুলেছেন পর্যটকরা। বনদফতর সূত্রে জানা গিয়েছে, মাঝে মাঝেই বক্সা ব্যাঘ্র প্রকল্পে ব্ল্যাক প্যান্থারের দেখা মেলে। তবে একসঙ্গে ২টি ব্ল্যাক প্যান্থারের দেখা মেলার ঘটনা গতবার প্রথম।
advertisement
বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক প্যান্থার কোনও নতুন জন্তু নয়। এটি সাধারণ চিতাবাঘেরই একটি বর্ণগত বিভেদ। যেমন সাদা রয়্যাল বেঙ্গল টাইগার আর সাধারণ বাঘে রং ছাড়া অন্য কোনও প্রকারভেদ নেই, তেমনই কালো চিতাবাঘের সঙ্গে কোনও ফারাক নেই সাধারণ চিতাবাঘের। ফলে একে বিরল প্রাণী বলা গেলেও বিলুপ্তপ্রায় বলা যায় না। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ওই এলাকা ভৌগলিক কারণে বেশ নিরাপদ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাদারিহাট এলাকায় দুরপাল্লার ট্রেনের স্টপেজের দাবি এলাকাবাসীর
তাই সেখানে মাঝেমাঝেই দেখা মেলে ব্ল্যাক প্যান্থার, ক্লাউডেড লেপার্ডের মতো বিরল প্রাণী। ক্লাউডেড লেপার্ডের পিঠের দিকে জলপাই হলুদের ওপর গাঢ় বাদামী লম্বাটে ও গোলাকার বড় বড় চাকতির মতো রয়েছে। মুখে ও পেটে কালো ছোপ রয়েছে; লেজে কালো ছোপ বা বলয় রয়েছে। এদের পেট সাদাটে। পুরুষ বাঘ স্ত্রী বাঘ অপেক্ষা আকারে বড় হয়।
advertisement
আরও পড়ুনঃ আশা কর্মীদের আন্দোলনে উত্তাল আলিপুরদুয়ার জেলা
মাথাসহ এদের দেহের দৈর্ঘ্য ৯৫ থেকে ১২০ সেমি এবং লেজ ৭৫-৮৫ সেন্টিমিটার। মোটা ও লম্বা লেজ এদের সহজেই গাছের ডালে হাঁটাচলা ও লাফানোর সময় ভারসাম্য রক্ষায় সাহায্য করে। দেহের তুলনায় এদের মাথা বড়। থাবাগুলোও বড়। কিন্তু পাগুলো খাটো। ওজনে এরা ১৭-২০ কেজি হয়।জাতীয় প্রাণী যাদের প্রধানত হিমালয়ের পাদদেশে দেখা যায় এই প্রাণীটিকে। এদের প্রধান বিস্তার হল দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীনে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গলে দেখা মিলল ক্লাউডেড লেপার্ডের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement