North 24 Parganas News: সরকারি গাড়ির বেপরোয়া গতি! পাঁচ জন আহত, ক্ষোভ বসিরহাটে
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই গাড়ির চালক নাকি মদ্যপ অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় একটি যাত্রীবোঝাই অটোকে সজোরে ধাক্কা দেয় সরকারি গাড়িটি।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা: বসিরহাটে সরকারি গাড়ির ধাক্কায় আহত ৫ পথচারী, ঘটনায় চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার অন্তর্গত বসিরহাট পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ত্রিমোহিনী এলাকায় এদিন সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর দুর্ঘটনা। শহীদ দীনেশ মজুমদার রোডে অতিরিক্ত পুলিশ সুপারের সরকারি গাড়ির ধাক্কায় জখম হলেন পাঁচ জন যাত্রীবোঝাই অটোরিক্সার যাত্রী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই গাড়ির চালক নাকি মদ্যপ অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় একটি যাত্রীবোঝাই অটোকে সজোরে ধাক্কা দেয় সরকারি গাড়িটি। ধাক্কার জেরে অটোর পাঁচ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। এরপর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।
advertisement
advertisement
ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। টাকি রোড থেকে শহীদ দীনেশ মজুমদার রোড— দুইদিকই দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে থমকে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার বিশাল পুলিশবাহিনী।
পুলিশ আধিকারিকরা স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর ধীরে ধীরে অবরোধ উঠে যায় এবং স্বাভাবিক হয় যান চলাচল। পুলিশ সুত্রে জানা গেছে, আহত পাঁচ জনের দ্রুত ও যথাযথ চিকিৎসার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিলেও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Nov 30, 2025 2:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সরকারি গাড়ির বেপরোয়া গতি! পাঁচ জন আহত, ক্ষোভ বসিরহাটে








