Alipurduar News: মাদারিহাটে চা বাগানের ১৬০ জন পড়ুয়াকে নিয়ে অভিনব বিজ্ঞান মেলা! যেখানে পড়ুয়ারাই দিচ্ছে বিজ্ঞানের নানা পাঠ

Last Updated:

শিশু বিজ্ঞানীদের খুঁজে বের করতে মাদারিহাটে আয়োজিত হয়েছে মেলা। অংশগ্রহণ করেছে ২২টি চা বাগানের শিশুরা। এই বিজ্ঞানমেলায় কালচিনি ও মাদারিহাট ব্লকের বিভিন্ন চা বলয় থেকে মোট ১৬০ জন পড়ুয়া অংশগ্রহণ করে।

+
পড়ুয়ারাই

পড়ুয়ারাই দিচ্ছে বিজ্ঞানের নানা পাঠ

আলিপুরদুয়ার: শিশু বিজ্ঞানীদের খুঁজে বের করতে মাদারিহাটে আয়োজিত হয়েছে মেলা। অংশগ্রহণ করেছে ২২টি চা বাগানের শিশুরা। এই বিজ্ঞানমেলায় কালচিনি ও মাদারিহাট ব্লকের বিভিন্ন চা বলয় থেকে মোট ১৬০ জন পড়ুয়া অংশগ্রহণ করে।
প্রিজম নামের একটি সংস্থার পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আগত শিশু বিজ্ঞানীরা তাদের নিজেদের তৈরি প্রোজেক্ট তুলে ধরছে। এর মধ‍্য থেকে দশ জন সেরা শিশু বিজ্ঞানীকে পুরস্কার তুলে দেওয়া হবে।
advertisement
জলের সংকট দেখা যায় চা বাগান এলাকাগুলিতে।বৃষ্টির জলকে বাড়ির ওপরে কয়েকটি পাইপের মধ‍্যে ধরে,সেগুলি একটি বড় পাইপের সঙ্গে সংযুক্ত করে একটি রিজার্ভারে ধরে রাখা যায় তা মডেলের মাধ‍্যমে দেখিয়েছে কিছু পড়ুয়া।
advertisement
আবার অনেকে প্লাস্টিকজাত জিনিসগুলিকে ফের ব‍্যবহারযোগ‍্য করে তোলার উপায় দেখিয়েছেন।সবজির খোসা শুকিয়ে তা দিয়ে সার তৈরি করে কৃষিক্ষেত্রে প্রয়োগের ছবি দেখিয়েছে বেশ কিছু পড়ুয়া। চা বাগানের শিশুরা নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে এই গুলি করেছে।যা দেখে তাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিচারকরা।
advertisement
Annanya Dey 
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: মাদারিহাটে চা বাগানের ১৬০ জন পড়ুয়াকে নিয়ে অভিনব বিজ্ঞান মেলা! যেখানে পড়ুয়ারাই দিচ্ছে বিজ্ঞানের নানা পাঠ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement