আলিপুরদুয়ার: শিশু বিজ্ঞানীদের খুঁজে বের করতে মাদারিহাটে আয়োজিত হয়েছে মেলা। অংশগ্রহণ করেছে ২২টি চা বাগানের শিশুরা। এই বিজ্ঞানমেলায় কালচিনি ও মাদারিহাট ব্লকের বিভিন্ন চা বলয় থেকে মোট ১৬০ জন পড়ুয়া অংশগ্রহণ করে।
প্রিজম নামের একটি সংস্থার পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আগত শিশু বিজ্ঞানীরা তাদের নিজেদের তৈরি প্রোজেক্ট তুলে ধরছে। এর মধ্য থেকে দশ জন সেরা শিশু বিজ্ঞানীকে পুরস্কার তুলে দেওয়া হবে।
আরও পড়ুন- মানব পাচার রুখতে এগিয়ে এল চা বাগানের যুবতীরা! জানুন
জলের সংকট দেখা যায় চা বাগান এলাকাগুলিতে।বৃষ্টির জলকে বাড়ির ওপরে কয়েকটি পাইপের মধ্যে ধরে,সেগুলি একটি বড় পাইপের সঙ্গে সংযুক্ত করে একটি রিজার্ভারে ধরে রাখা যায় তা মডেলের মাধ্যমে দেখিয়েছে কিছু পড়ুয়া।
আরও পড়ুন- বনদফতরের গাড়ি পৌঁছে দিচ্ছে পরীক্ষা কেন্দ্রে! খুশি পরীক্ষার্থীরা
আবার অনেকে প্লাস্টিকজাত জিনিসগুলিকে ফের ব্যবহারযোগ্য করে তোলার উপায় দেখিয়েছেন।সবজির খোসা শুকিয়ে তা দিয়ে সার তৈরি করে কৃষিক্ষেত্রে প্রয়োগের ছবি দেখিয়েছে বেশ কিছু পড়ুয়া। চা বাগানের শিশুরা নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে এই গুলি করেছে।যা দেখে তাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিচারকরা।
Annanya Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, Alipurduar news