Alipurduar News: জলস্তর বেড়ে ডুডুয়া নদী গ্রাস করছে চাষের জমি! ভয়াবহ অবস্থা! দেখুন ভিডিও
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Alipurduar News: লাগাতার বৃষ্টির কারণে জলস্তর বেড়েছে ফালাকাটার ডুডুয়া নদীর।
আলিপুরদুয়ার: লাগাতার বৃষ্টির কারণে জলস্তর বেড়েছে ফালাকাটার ডুডুয়া নদীর।বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে নেপালি বস্তি।নদীতে বাঁধ নেই এই এলাকায়। জানা যায়,দশ বছর আগে পাথর ফেলে রাখা হয় ডুডুয়া নদীর ধারে। নদীতে জল বাড়লে শুরু হয় ভাঙন।
নদীটি প্রতি বর্ষায় গ্রাস করে চাষের জমি, বাঁশ ঝাড়। বর্তমানে দেখা যায় নদী ভাঙনের জায়গা থেকে একশো মিটার দুরেই ঘরবাড়ি রয়েছে। ফালাকাটার ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে বয়ে গিয়েছে ডুডুয়া নদী।তিনটি বুথের প্রায় তিনশোটি পরিবার রয়েছে নদীর পাড়ে। গত বছর বর্ষায় নদীর ভাঙন দেখে গিয়েছিল। আলিপুরদুয়ার জেলা পরিষদের সেচ দফতরের বাস্তু নির্বাহক সহ জেলা পরিষদ সদস্য পরিদর্শন করেছিল স্থানটি।
advertisement
advertisement
এমনকি বাসিন্দারা মিলে বাঁধের আবেদনপত্র লিখে জেলা শাসক, বিডিও, গ্রাম পঞ্চায়েত অফিসের দরজায় দরজায় ঘুরেছেন। তারপরেও হয়নি বাঁধ। তাদের অভিযোগ, প্রায় ৫০ বিঘা চাষের জমি নদী ভাঙনের মুখে, ইতিমধ্যে ২৫ বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গেছে। এই জমির বেশিরভাগ অংশ রয়েছে নেপালী বস্তির বাসিন্দাদের। এই নদীতে জল বৃদ্ধি পাওয়ার কারণে বিচ্ছিন্ন নেপালি বস্তি এলাকাটি।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 29, 2023 6:20 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জলস্তর বেড়ে ডুডুয়া নদী গ্রাস করছে চাষের জমি! ভয়াবহ অবস্থা! দেখুন ভিডিও









