Alipurduar News: ফালাকাটার নরসিংহ দেবের মন্দির হারাচ্ছে ঐতিহ্য, ক্ষোভ স্থানীয়দের

Last Updated:

শতবর্ষ প্রাচীন ফালাকাটার নরসিংহ মহাকাল ঠাকুরবাড়ি বর্তমানে গবাদি পশুদের বিচরণভূমিতে পরিণত হয়েছে। মন্দির চত্বরে রাখা হচ্ছে গাড়ি

+
মন্দির

মন্দির

আলিপুরদুয়ার: শতবর্ষ প্রাচীন ফালাকাটার নরসিংহ মহাকাল ঠাকুরবাড়ি বর্তমানে গবাদি পশুদের বিচরণভূমিতে পরিণত হয়েছে। মন্দির চত্বরে রাখা হচ্ছে গাড়ি। ফালাকাটার ঐতিহ্যবাহী এই মহাকাল ঠাকুরবাড়ি অবহেলায় ও রক্ষণাবেক্ষণের অভাবে দিনে দিনে ধ্বসে যাচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, হারিয়ে যাচ্ছে  ঐতিহ্য।
ভুটভুটি এবং ছোট গাড়ির চালকরা জানান, তাঁরা এই মহাকাল ঠাকুরবাড়ির মাঠে যে গাড়ি রাখেন তার জন্য মহাকাল ঠাকুরবাড়িতে টাকা দেন। এই বিষয়টি অবশ‍্য অস্বীকার করছে মহাকাল ঠাকুরবাড়ি কর্তৃপক্ষ। অভিযোগ, ঠাকুরবাড়িতে আসা পুণ্যার্থীরা যে দান-সামগ্রী দেন, সবটাই নাকি সেখানকার পুরহিতেরা নিয়ে যান। মহাকাল ঠাকুরবাড়ি পরিচালন কমিটির সম্পাদক সজল রায় বলেন, ” ফালাকাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং ফালাকাটার বিডিও-র অনুরোধে এক বছরের জন্য এই মাঠটি পালহাটি হিসেবে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল। কিন্তু দু’বছর হয়ে গেল। এখান থেকে হাড্ডি সরানোর ব্যবস্থা করছে না ব্লক প্রশাসন। এখানে যে-সমস্ত পাল ব্যবসায়ীরা আসেন, তাঁরাও মহাকাল ঠাকুরবাড়িতে প্রাপ্য ভাড়া জমা করেন না। আমরা চাই এই প্রক্রিয়া বন্ধ হোক। ফলে এলাকার পরিবেশ  পরিষ্কার থাকবে এবং ঠাকুরবাড়ির পুরনো ঐতিহ্য ফিরে আসবে।”
advertisement
Annanya Dey
advertisement
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফালাকাটার নরসিংহ দেবের মন্দির হারাচ্ছে ঐতিহ্য, ক্ষোভ স্থানীয়দের
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement