হোম /খবর /উত্তরবঙ্গ /
কী অদম্য জেদ, একদিনের শিশু কোলে নিয়েই মাধ‍্যমিক পরীক্ষায় বসলেন নতুন মা

Alipurduar News: কী অদম্য জেদ, একদিনের শিশু কোলে নিয়েই মাধ‍্যমিক পরীক্ষায় বসলেন নতুন মা

X
একদিনের [object Object]

Alipurduar News: সদ‍্যোজাত সন্তানকে কোলে নিয়ে মাধ‍্যমিকের ভূগোল পরীক্ষা দিলেন এক মা। ঘটনাটি কালচিনি ব্লকের।

  • Share this:

আলিপুরদুয়ার: সদ‍্যোজাত সন্তানকে কোলে নিয়েই মাধ‍্যমিকের ভূগোল পরীক্ষা দিলেন এক নতুন মা। ঘটনাটি কালচিনি ব্লকের। ইংরেজি পরীক্ষা দিতে গতকাল পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলেন পরীক্ষার্থী স্নেহা কণ্ডলুলা। রাতেই প্রসব যন্ত্রণা ওঠে তাঁর। তা দেখে তাঁর স্বামী অনিশ কণ্ডলুলা তাঁকে নিয়ে আসেন লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে। মধ‍্যরাতে চিকিৎসক এবং নার্সদের সহযোগিতায় তাঁর পুত্রসন্তান হয়। লতাবাড়ি হাসপাতালে শনিবার সেই একদিনের সদ‍্যোজাত সন্তানকে কোলে নিয়েই মাধ‍্যমিক পরীক্ষা দিলে স্নেহা।

আরও পড়ুন: স্ত্রীয়ের ছবি হাতে খুঁজেই চলেছেন স্বামী, ঘরে কেঁদে অসুস্থ ২ দুধের শিশু!

আরও পড়ুন: নদীর তীরে ওটা কী? কাছ থেকে দেখে চরম আতঙ্ক হাড়োয়ায়!কালচিনি ব্লকের হাসিমারা হিন্দি হাই স্কুলের ছাত্রী তিনি। এ বছরের মাধ‍্যমিক পরীক্ষার্থী স্নেহা কণ্ডলুলা লতাবাড়ি হাসপাতালের বেডে বসে মাধ‍্যমিক পরীক্ষা দিলেন। পুরো ব‍্যবস্থা করে দিল ব্লক প্রশাসন। ঘটনার খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান কালচিনির বিডিও প্রশান্ত বর্মন।সঙ্গে ছিলেন ব্লকের শিক্ষা দফতরের আধিকারিকরা। বিডিও জানান, তিনি যাচাই করেছেন মেয়েটির বিয়ে নির্দিষ্ট বয়সেই হয়েছে। সদ‍্যোজাত সন্তানের মা মাধ‍্যমিক পরীক্ষা দিতে চাইছেন শুনে তিনি চলে আসেন।পরীক্ষা দিতে যাতে মেয়েটির কোনও অসুবিধা না হয়, তা তিনি সকলকে দেখে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

অনন্যা দে

Published by:Raima Chakraborty
First published:

Tags: Alipurduar news, Madhyamik 2023, Madhyamik Exam 2023