Alipurduar News: বাসন্তী পুজোর আয়োজন জটেশ্বরের হাজরাপাড়ায়, পাঁচদিন ধরে একত্রিত থাকে গোটা পাড়া
- Published by:Salmali Das
Last Updated:
Alipurduar News: বাসন্তী পুজো সাড়ম্বরে পালিত হয় জটেশ্বরের হাজরা পাড়ায়। এলাকার ঢাকি পরিবারের সদস্যরা এই পুজোর আয়োজন করে।নিয়ম নিষ্ঠার সঙ্গে ঢাক কাঁসর বাজিয়ে এখানে পূজিত হয় বাসন্তী দেবী।
আলিপুরদুয়ার: বাসন্তী পুজো সাড়ম্বরে পালিত হয় জটেশ্বরের হাজরা পাড়ায়। এলাকার ঢাকি পরিবারের সদস্যরা এই পুজোর আয়োজন করে।নিয়ম নিষ্ঠার সঙ্গে ঢাক কাঁসর বাজিয়ে এখানে পূজিত হয় বাসন্তী দেবী।সেই পুজোর প্রস্তুতি নিয়ে সাজসাজ রব ফালাকাটা ব্লকের জটেশ্বর হাজরা পাড়ায়।
স্থানীয়রা পাঁচ দিন ধরে আনন্দে মেতে ওঠেন বাসন্তী পুজোয়। প্রতিমা নিয়ে আসার পর নিয়ম নিষ্ঠার সঙ্গে পাঁচ দিন ধরে চলে পুজো। ওই এলাকার বাসিন্দারা যে যেখানেই থাকুন না কেন পুজোর পাঁচটা দিন একত্রিত হয়ে বাসন্তী পুজোয় মেতে ওঠেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, জটেশ্বর হাজরা পাড়ার প্রায় ৩০ থেকে ৩৫ টি পরিবার মিলে আয়োজন করেছে এই বাসন্তী পুজোর। দীর্ঘ চল্লিশ বছর ধরে এই এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই বাসন্তী পুজো হয়ে আসছে। ঐতিহ্যবাহী, এই পুজো পাঁচদিন ধরে চলে পুজো থেকে শুরু করে প্রসাদ বিতরন, খিচুড়ি খাওয়ানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। দশমীর দিন রোড শো করে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
advertisement
এলাকার বাসিন্দা রতন হাজরা জানায় যে, পুজোর পাঁচটা দিন খুব আনন্দে কাটায় তাঁরা। দূর-দূরান্ত থেকে বহু মানুষ পুজো উপলক্ষে জটেশ্বর হাজরা পাড়ায় আসেন। পাঁচ দিন ধরে খুব আনন্দ করে কাটান তাঁরা। উল্লেখ্য, ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত ধুমধাম করে চলে মায়ের আরাধনা। নবমীর সন্ধ্যা বেলায় ঢাক-ঢোল সহকারে বাসন্তী মায়ের আরতি দেখতে ভিড় জমান বিভিন্ন প্রান্তের বহু মানুষ।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 1:40 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বাসন্তী পুজোর আয়োজন জটেশ্বরের হাজরাপাড়ায়, পাঁচদিন ধরে একত্রিত থাকে গোটা পাড়া