আলিপুরদুয়ার: বাঁধ নেই, তাই পঞ্চায়েত নির্বাচনে ভোটও নেই। এমনই অবস্থা হাসিমারা ঝোরা এলাকার। এখানকার বাসিন্দারা প্রশাসনের উপর এতটাই ক্ষুব্ধ যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবেন কিনা সেই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন।
আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে অবস্থিত হাসিমারা ঝোরা। গতবছর বর্ষাতে হাসিমারা গোটা এলাকা প্লাবিত হয়। এলাকার ৭ টি বাড়ি ভেঙে পড়ে। কিন্তু এখনও সেই ৭ টি পরিবারের বাসিন্দারা গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। বাড়ি ফিরে আসার ব্যাপারে কোনও সরকারি সাহায্য পাননি। গত বছরের বন্যা সত্ত্বেও টনক নড়েনি প্রশাসনের। এলাকাবাসী ঝোড়াতে বাঁধ দেওয়ার দাবি জানালেও তা মানা হয়নি। ফলে বৃষ্টি হলেই গোটা এলাকা জলে ভরে যাচ্ছে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশ থেকে জীবিকার সন্ধানে এসেছিলেন বাংলায়, ৪০ বছর ধরে মেলায় মেলায় ঘুরে কাটছে জীবন
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভাঙন দেখা দিলে নেতা,মন্ত্রীরা আসেন। পাকা বাঁধ তৈরির প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু কাজের কাজ আর হয় না। বালির বস্তা সাজিয়ে বাঁধ দেন এলাকার বাসিন্দারা। ফের আসছে বর্ষার মরশুম। আবারও বাড়বে ঝোরার জল। এলাকাবাসীর আশঙ্কা, হাসিমারা ঝোরা আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে ফের ভাসিয়ে দেবে সবকিছু। তাই এবার আর পঞ্চায়েত নির্বাচনে তাঁরা ভোট দিতে চান না। পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছেন এবার ভাঙন হলে এলাকায় কোনও নেতা মন্ত্রীকে ঢুকতে দেবেন না।
অনন্যা দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar news, Hasimara, Panchayat Election 2023, Vote