Birbhum News: উত্তরপ্রদেশ থেকে জীবিকার সন্ধানে এসেছিলেন বাংলায়, ৪০ বছর ধরে মেলায় মেলায় ঘুরে কাটছে জীবন
- Published by:kaustav bhowmick
Last Updated:
গত ৪০ বছর ধরে মেলায় নানান ধরনের মিষ্টি তৈরি ও বিক্রি করে জীবন চলছে রাজকুমার গোস্বামীর। ২০ বছর বয়সে উত্তরপ্রদেশের আলিগড় থেকে জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গে এসেছিলেন। ধীরে ধীরে বিভিন্ন মেলায় মিষ্টির দোকান দিতে শুরু করেন।
বীরভূম: মেলা দেখতে কার না ভালো লাগে। তারপর আবার যদি আপনার সামনে সারি সারি খাজা, গজা, মণ্ডা, মিঠাই সাজানো থাকে তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু এগুলো যারা তৈরি করে তাদের জীবনটা কেমন কাটে?
গত ৪০ বছর ধরে মেলায় নানান ধরনের মিষ্টি তৈরি ও বিক্রি করে জীবন চলছে রাজকুমার গোস্বামীর। ২০ বছর বয়সে উত্তরপ্রদেশের আলিগড় থেকে জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গে এসেছিলেন। ধীরে ধীরে বিভিন্ন মেলায় মিষ্টির দোকান দিতে শুরু করেন। তাতে লক্ষ্মীলাভও হয়। এর পর আর ঘুরে তাকাতে হয়নি রাজকুমারকে। তারাপীঠেই বাড়ি বানিয়ে তিনি এখন পুরোদস্তুর বাঙালি।
advertisement
advertisement
তবে বাংলার স্থায়ী বাসিন্দা হলেও রাজকুমার আজও পরিযারীর মত বাংলার এক মেলা থেকে অন্য মেলায় ঘুরে বেড়ান। সারা বছর ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করাটাই তাঁর পেশা। তবে এতদিনে সেই পেশাই যেন নেশাতেও পরিণত হয়েছে। দুই ছেলেও একই পেশা বেছে নিয়েছে। ফলে বাবা-ছেলেরা মিলেই বছরভোর এ মেলা থেকে সে মেলা ঘুরে বেড়ান। আর সেইসঙ্গে মিষ্টিমুখ করান মেলায় আসা দর্শনার্থীদের।
advertisement
শুভদীপ পাল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 9:06 PM IST