বীরভূম: মেলা দেখতে কার না ভালো লাগে। তারপর আবার যদি আপনার সামনে সারি সারি খাজা, গজা, মণ্ডা, মিঠাই সাজানো থাকে তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু এগুলো যারা তৈরি করে তাদের জীবনটা কেমন কাটে?
গত ৪০ বছর ধরে মেলায় নানান ধরনের মিষ্টি তৈরি ও বিক্রি করে জীবন চলছে রাজকুমার গোস্বামীর। ২০ বছর বয়সে উত্তরপ্রদেশের আলিগড় থেকে জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গে এসেছিলেন। ধীরে ধীরে বিভিন্ন মেলায় মিষ্টির দোকান দিতে শুরু করেন। তাতে লক্ষ্মীলাভও হয়। এর পর আর ঘুরে তাকাতে হয়নি রাজকুমারকে। তারাপীঠেই বাড়ি বানিয়ে তিনি এখন পুরোদস্তুর বাঙালি।
আরও পড়ুন: মাঝপথে রাস্তা তৈরি বন্ধ হলেও নির্মাণসামগ্রী পড়ে আছে যত্রতত্র, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা
তবে বাংলার স্থায়ী বাসিন্দা হলেও রাজকুমার আজও পরিযারীর মত বাংলার এক মেলা থেকে অন্য মেলায় ঘুরে বেড়ান। সারা বছর ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করাটাই তাঁর পেশা। তবে এতদিনে সেই পেশাই যেন নেশাতেও পরিণত হয়েছে। দুই ছেলেও একই পেশা বেছে নিয়েছে। ফলে বাবা-ছেলেরা মিলেই বছরভোর এ মেলা থেকে সে মেলা ঘুরে বেড়ান। আর সেইসঙ্গে মিষ্টিমুখ করান মেলায় আসা দর্শনার্থীদের।
শুভদীপ পাল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum news, Fair, Sweets