প্রায় ২৩ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সরকারের বড় ঘোষণা
Last Updated:
#নয়াদিল্লি: ২০১৯ লোকসভা ভোটের দিকে তাকিয়ে আরও একটি বড় ঘোষণা কেন্দ্রের। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত প্রায় ২৩ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী। এর মধ্যে রয়েছেন ৮ লক্ষ শিক্ষক ও ১৫ লক্ষ অশিক্ষক অবসরপ্রাপ্ত পেনশনার।
আরও পড়ুন
advertisement
মঙ্গলবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসি অন্তর্ভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বর্তমানে অবসরপ্রাপ্ত ২৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের পেনশন প্রায় ৬ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নেওয়া এই সিদ্ধান্ত ২০১৭ সালের জানুয়ারি মাস থেকেই লাগু হবে।
advertisement
Around 25000 present pensioners will benefit in Central Universities and #UGC maintained #Deemed to be #Universities to the tune of Rs. 6000 to Rs.18000#Pension #CentralUniversity #7thPayCommission
— Prakash Javadekar (@PrakashJavdekar) June 11, 2018
Location :
First Published :
June 13, 2018 10:17 AM IST