advertisement
বাংলা খবর » সর্বভারতীয় পরীক্ষার ফলাফল ২০২৫ » পশ্চিমবঙ্গ বোর্ডের ফলাফল ২০২৫

পশ্চিমবঙ্গ বোর্ডের ফলাফল ২০২৫

পশ্চিমবঙ্গের মাধ্যমিক (WBBSE) দশম শ্রেণী ও উচ্চ মাধ্যমিক (WBCHSE) দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এসেছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মে মাসেই প্রকাশিত হতে পারে এই বছরের মাধ্যমিকের ফল। জুনে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের ফল। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১০ ফেব্রুয়ারি থেকে। মাধ্যমিক পরীক্ষা চলেছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চ মাধ্যমিক ২০২৫ শুরু হয় ৩ মার্চ, শেষ হয় ১৮ মার্চ।

২০২৪ সালের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয় ২ মে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ৯০ দিনের আগেই প্রকাশ করা হয় রেজাল্ট। অতীতে কয়েকবার ৭৫ দিনের মাথাতে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। শিক্ষাবিদদের একাংশ তাই মনে করছেন, ২০২৫ সালের মাধ্যমিকের রেজাল্টও তেমন প্রকাশিত হবে।

পরীক্ষার্থীরা bengali.news18.com-এ গিয়ে নিজেরাই রেজিস্টার করতে পারবেন। এখান থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখা ও মার্কশিট ডাউনলোড করা যাবে। পরীক্ষার্থীদের নাম, মোবাইল নম্বর, ই-মেইল আইডি দিয়ে নিজেদের নাম রেজিস্টার করতে হবে। নাম রেজিস্টার করা থাকলে সব বোর্ড পরীক্ষার তথ্য ও ফলাফল মোবাইলে দেখা যাবে।

মাধ্যমিক ২০২৫-এর রেজাল্ট কীভাবে ডাউনলোড করবেন?

১. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in এবং wbbse.wb.gov.in ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

২. দশম শ্রেণীর ফলাফল-এ ক্লিক করতে হবে

৩. রোল নম্বর দিয়ে ক্যাপচা সমাধান করতে হবে

৪. View বোতামে ক্লিক করতে হবে

৫. মাধ্যমিক ২০২৫-এর ফলাফল স্ক্রিনে আসবে

৬. এখানেই সেভ ও ডাউনলোডের অপশন থাকবে

সবার আগে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?


— প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন bengali.news18.com

— মাধ্যমিকের রেজাল্ট জানার নির্দিষ্ট জায়গায় নিজের রোল নম্বর ও জন্মতারিখ উল্লেখ করুন

— এর পর চেক রেজাল্টে ক্লিক করলেই এক মুহূর্তে জানতে পারবেন মাধ্যমিকের রেজাল্ট

— রেজাল্ট জানার পর ডাউনলোড করতে হবে মার্কশিট

মাধ্যমিক / ক্লাস ১০-এর রেজাল্ট দেখা যাবে কোথায়?


১. bengali.news18.com

২. wbresults.nic.in

৩. wbbse.wb.gov.in

ধাপে ধাপে দেখতে হবে রেজাল্ট


— অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ক্লিক করুন

— WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করুন

— রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে

-- লগ ইন হলেই দেখা যাবে মাধ্যমিকের ফলাফল

DigiLocker-এর মাধ্যমেও দেখা যাবে মাধ্যমিকের ফলাফল


ধাপ-১ digilocker.gov.in-এ ক্লিক বা মোবাইলে DigiLocker অ্যাপ ডাউনলোড করতে হবে

ধাপ-২ ওয়েস্ট বেঙ্গল বোর্ড -এর ক্লাস ১০ সিলেক্ট করতে হবে

ধাপ-৩ প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে হবে

ধাপ-৪ স্ক্রিনে ফলাফল দেখানো হবে

advertisement

FAQs (Frequently Asked Questions)

advertisement
advertisement