JEE Main Result 2025: ফল প্রকাশ JEE মেইনের! কীভাবে রেজাল্ট দেখবেন? জেনে নিন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
NTA JEE Main Result 2025 Session 1: অবশেষে, অপেক্ষার পালা শেষ! মঙ্গলবার JEE মেইনের ফলাফল প্রকাশ। ফলাফল জানতে এখনই চোখ রাখুন jeemain.nta.nic.in-এ। জেইই মেইন সেশন ওয়ান পরীক্ষা ২২ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল।
নয়াদিল্লিঃ অবশেষে, অপেক্ষার পালা শেষ! মঙ্গলবার JEE মেইনের ফলাফল প্রকাশ। ফলাফল জানতে এখনই চোখ রাখুন jeemain.nta.nic.in-এ। জেইই মেইন সেশন ওয়ান পরীক্ষা ২২ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষ লক্ষ প্রার্থী JEE মেইনের ফলাফলের জন্য অপেক্ষা করছেন।
আরও পড়ুনঃ সুগার লেভেল ২০০ ছাড়িয়েছে? ছোট্ট এই জিনিস শরীর থেকে নিংড়ে বার করে ডায়াবেটিস! চিবিয়ে খেলেই ম্যাজিকের মতো কাজ শুরু…
JEE মেইন সেশন ওয়ানের ফলাফল এই মাসেই ঘোষণা করা হবে। আপনি NTA JEE Main-এর অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ ফলাফল সম্পর্কিত সর্বশেষ আপডেট পেতে পারেন।JEE পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হবে।
advertisement
আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকারের’ পর এবার ‘দুয়ারে চাটাই’! প্রান্তিক এলাকায় জনসংযোগে প্রশংসিত মোশারফের কর্মসূচি
advertisement
জেইই মেইন সেশন ১ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা সেশন ২ পরীক্ষায়ও অংশগ্রহণ করতে পারবেন। আপনি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২০২৫ সালের JEE মেইন সেশন ২ পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীরা ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১১.৫০ টা পর্যন্ত JEE মেইন সেশন ২ এর আবেদন ফি জমা দিতে পারবেন। এর পরে আর ফি জমা দেওয়ার কোনও সুযোগ দেওয়া হবে না।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2025 1:05 PM IST