New Job Alert: চাকরি খুঁজছেন? স্নাতকোত্তর থাকলেই মিলবে মোটা টাকা! আবেদন করুন এখনই
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
New Job Alert: চাকরি খুঁজছেন? আপনার কি ভয়েস ট্রান্সমিশন, অডিও কন্টেন্ট ক্রিয়েশনে দক্ষতা রয়েছে? তবে আপনার জন্য মোটা অংকের চাকরির সুযোগ মেদিনীপুরে।
পশ্চিম মেদিনীপুর: চাকরি খুঁজছেন? আপনার কি ভয়েস ট্রান্সমিশন, অডিও কন্টেন্ট ক্রিয়েশনে দক্ষতা রয়েছে? তবে আপনার জন্য মোটা অংকের চাকরির সুযোগ মেদিনীপুরে। জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েই রয়েছে চাকরির সুযোগ। দু’টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে এই দুই পদের জন্য। অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনকারীদের। তাই জলদি আবেদন জানান এই দুটি পোস্টের জন্য।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় কাজের সুবর্ণ সুযোগ, মোটা অঙ্কের বেতন, আবেদন করুন আজই, ১৮ জুলাই ইন্টারভিউ
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম অফিসার এবং পাবলিকেশন অফিসার এই দুই পদে নিয়োগ হবে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে দু’টি। উভয় পদেই এক বছরের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। পরবর্তী কালে নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। প্রোগ্রাম অফিসার পদে আবেদন জানাতে প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, কম্পিউটারে অডিয়ো কনটেন্ট তৈরি, রেকর্ডিং, অডিয়ো সিস্টেম এবং ট্রান্সমিটার পরিচালনা-সহ অন্যান্য বিষয়ের দক্ষতাও থাকতে হবে।
advertisement
এছাড়া পাবলিকেশন অফিসার পদের জন্য, ডিজিটাল পাবলিকেশন, জার্নাল পাবলিকেশন, প্রিন্টিং টেকনোলজি সহ একাধিক বিষয়ে দক্ষতা থাকতে হবে।এক্ষেত্রে স্নাতক পাশ করতে হবে।প্রোগ্রাম অফিসার পদে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২১,৬০০ টাকা। তবে, অন্য পদে নিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে পারিশ্রমিক দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লিখিত পদ্গুলিতে আবেদনের জন্য আগ্রহীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
advertisement
advertisement
এর পর আবেদনমূল্য বাবদ ৬০০ টাকার ডিমান্ড ড্রাফট, আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ২৯ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। এই ওয়েবসাইট থেকে দেখতে পারেন বিজ্ঞপ্তিটি: https://ecircular.vidyasagar.ac.in/Career
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 21, 2024 7:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
New Job Alert: চাকরি খুঁজছেন? স্নাতকোত্তর থাকলেই মিলবে মোটা টাকা! আবেদন করুন এখনই








