
উত্তরবঙ্গে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ মিরিকের ম্যানেজার্স বাংলো৷ মিরিকের থরবু চা বাগানের ভিতরে রয়েছে এই বাংলো৷ ঐতিহ্যবাহী বাংলোর ভিতরে দুটি ঘরে থাকার সুযোগ পাবেন পর্যটকরা৷ বাংলো থেকেই উপভোগ করা যাবে সবুজে ঘেরা চা বাগান৷ এই থরবু চা বাগানের অদূরেই রয়েছে মিরিক লেক, পশুপতি বাজার, ভারত-নেপাল সীমান্ত, তাবাকোসির মতো পর্যটনকেন্দ্রগুলি৷ ফলে এই সমস্ত জায়গা থেকেও সহজেই ঘুরে আসতে পারবেন পর্যটকরা৷