Last Updated : প্রযুক্তি ইলেকট্রিক সাইকেল এবং বামনদের জন্য ইলেকট্রিক মোটরসাইকেল বানিয়ে একপ্রকার তাক লাগিয়েছেন বাঁকুড়ার বাসিন্দা চঞ্চল সিং। বাঁকুড়ার একদম সুলভ মূল্যে ইভি সাইকেল। অর্থাৎ ইলেকট্রিক সাইকেল। প্যাডেল না করলেও চলবে ই সাইকেল। শরীর চর্চা করতে চান তাহলেও চালান এই সাইকেল। হাঁপিয়ে গেছেন, একটু ফুরফুরে হাওয়া খেতে খেতে নিজের গন্তব্যে যেতে চান? তাহলেও চালান এই সাইকেল। বাঁকুড়ার এক ব্যক্তি বানালেন ইভি সাইকেল।