
চলছে টি ২০ বিশ্বকাপ! আর এতেই মজে ক্রিকেটপ্রেমীরা। একটি ছক্কা হলেই জার্সি খুলে ঘোরানো,৬ নাকি ৪ নাকি বোল্ড আউট! সব মিলে এখন ক্রিকেট জ্বরে কাবু বিশ্ববাসী। তাতে সামিল জলপাইগুড়ি জেলাও। বাজারে গেলেই চোখে পড়ছে ইন্ডিয়ার জার্সিতে ছেয়ে গিয়েছে। দেদার বিকোচ্ছে সেই জার্সি। সাধারণত ফুটবল বিশ্বকাপ শুরু হলেই জার্সি নিয়ে প্রতিযোগিতা নজরে আসত এতদিন।কিন্তু, এবার যেন এ এক অন্য চিত্র শহর জলপাইগুড়িতে। উপরন্তু,গতকালের পাক-ভারত মহারণে ভারত জেতায় যেন আরও বেড়ে গিয়েছে জার্সি কেনার উদ্দীপনা। আইসিসি ওয়ার্ল্ড কাপে ভারতবাসীর মন ভেঙ্গে গেলেও টি ২০ বিশ্বকাপে ভারতের জয় নিয়ে আশাবাদী প্রত্যেকে। এবার জলপাইগুড়ির বাজারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইন্ডিয়ার জার্সিতে দেখা গেল প্রতিটি জার্সির বুকে রয়েছে ইন্ডিয়া লেখা সহ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো, কাপড়ের মানও বেশ উন্নত।দাম খানিক বেশি হলেও জার্সি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা। জলপাইগুড়ির বাজারে এখন প্রতি জার্সির দাম যাচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা করে। টাকার কথা না ভেবেই সকাল থেকে হিড়িক জার্সি কিনতে ক্রিকেট প্রেমীদের। অন্যদিকে, বর্তমানে নতুন প্রজন্মের খেলাধুলায় তেমন আগ্রহ না থাকায় ক্রীড়া সামগ্রীর দোকানে ভাটা পড়েছে। তবে, টি ২০ ক্রিকেট বিশ্বকাপে সেই ভাটায় কিছুটা চোরাস্রোত দেখা যাচ্ছে জার্সি বিক্রি হওয়ায়। এতে খুশি বিক্রেতারাও।
Last Updated: June 10, 2024, 19:56 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: December 05, 2025, 00:22 ISTজামাইকে কী ম্যাজিক শেখাচ্ছেন পিসি সরকার
Last Updated: December 04, 2025, 11:24 IST২৯ নভেম্বর, ২০২৫, শনিবার থেকে, জাতীয় রাজধানী আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো হট-এয়ার বেলুন রাইড চালু করল, যা বাসিন্দা এবং দর্শনার্থীদের শহরের ক্রমবর্ধমান আকাশরেখা এবং মনোরম নদীর তীরের একটি অনন্য আকাশ দৃশ্য প্রদান করবে।
Last Updated: November 30, 2025, 13:34 IST‘কৌন বনেগা ক্রোড়পতি’ সেটে অমল-রিচারা
Last Updated: November 28, 2025, 00:13 ISTRukmini Maitra: কলকাতার রাস্তা জুড়ে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের জন্য 'পাত্র চাই'-এর বিজ্ঞাপন!
Last Updated: November 26, 2025, 10:44 IST