
চলছে টি ২০ বিশ্বকাপ! আর এতেই মজে ক্রিকেটপ্রেমীরা। একটি ছক্কা হলেই জার্সি খুলে ঘোরানো,৬ নাকি ৪ নাকি বোল্ড আউট! সব মিলে এখন ক্রিকেট জ্বরে কাবু বিশ্ববাসী। তাতে সামিল জলপাইগুড়ি জেলাও। বাজারে গেলেই চোখে পড়ছে ইন্ডিয়ার জার্সিতে ছেয়ে গিয়েছে। দেদার বিকোচ্ছে সেই জার্সি। সাধারণত ফুটবল বিশ্বকাপ শুরু হলেই জার্সি নিয়ে প্রতিযোগিতা নজরে আসত এতদিন।কিন্তু, এবার যেন এ এক অন্য চিত্র শহর জলপাইগুড়িতে। উপরন্তু,গতকালের পাক-ভারত মহারণে ভারত জেতায় যেন আরও বেড়ে গিয়েছে জার্সি কেনার উদ্দীপনা। আইসিসি ওয়ার্ল্ড কাপে ভারতবাসীর মন ভেঙ্গে গেলেও টি ২০ বিশ্বকাপে ভারতের জয় নিয়ে আশাবাদী প্রত্যেকে। এবার জলপাইগুড়ির বাজারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইন্ডিয়ার জার্সিতে দেখা গেল প্রতিটি জার্সির বুকে রয়েছে ইন্ডিয়া লেখা সহ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো, কাপড়ের মানও বেশ উন্নত।দাম খানিক বেশি হলেও জার্সি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা। জলপাইগুড়ির বাজারে এখন প্রতি জার্সির দাম যাচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা করে। টাকার কথা না ভেবেই সকাল থেকে হিড়িক জার্সি কিনতে ক্রিকেট প্রেমীদের। অন্যদিকে, বর্তমানে নতুন প্রজন্মের খেলাধুলায় তেমন আগ্রহ না থাকায় ক্রীড়া সামগ্রীর দোকানে ভাটা পড়েছে। তবে, টি ২০ ক্রিকেট বিশ্বকাপে সেই ভাটায় কিছুটা চোরাস্রোত দেখা যাচ্ছে জার্সি বিক্রি হওয়ায়। এতে খুশি বিক্রেতারাও।
Last Updated: June 10, 2024, 19:56 ISTএক পোস্টেই বাজিমাত! শখের বসে শুরু বানানোর শুরু, আজ রমরমিয়ে চলছে ব্যবসা
Last Updated: November 06, 2025, 17:22 ISTদুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের, ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, তারা তা মেনে নেয়নি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী।
Last Updated: November 05, 2025, 20:25 ISTকার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি পালিত হয়। এটিকে দেবতাদের দীপাবলি বলা হয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে সমস্ত দেব-দেবী স্বর্গ থেকে নেমে আসেন এবং গঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেন। প্রতি বছর হরিদ্বারে এই উৎসব অত্যন্ত উৎসাহ ও ভক্তির সঙ্গে পালিত হয়। কার্তিক পূর্ণিমা উপলক্ষে লাখ লাখ ভক্ত হর কি পৌড়িতে যান, গঙ্গায় স্নান করেন এবং ভগবান বিষ্ণু, শিব এবং মা গঙ্গার পূজা করেন।
Last Updated: November 04, 2025, 19:09 ISTছত্তিশগড়ের বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রিবাহী ট্রেন এবং মালগাড়ির। দুর্ঘটনার পরে মালগাড়ির মাথায় উঠে দুমড়ে মুছড়ে যায় ট্রেনের কামরা। এই ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
Last Updated: November 04, 2025, 18:55 ISTরবিবার রাতটা শিলিগুড়ির মানুষের কাছে শুধু এক রাত নয়—এক ইতিহাস। ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে শহর জুড়ে শুরু হয় অন্যরকম উচ্ছ্বাস। কারণ এই জয়ের নেপথ্যে রয়েছেন শিলিগুড়িরই মেয়ে রিচা ঘোষ, যিনি প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করলেন।
Last Updated: November 03, 2025, 19:15 IST