Mamata Kulkarni: সন্ন্যাস গ্রহণের আটদিনের মধ্যেই বড় ধাক্কা! মহামণ্ডলেশ্বরের পদ থেকে বহিষ্কৃত মমতা কুলকার্নি। জুনা আখড়া থেকেও বহিষ্কার করা হয়েছে তাঁকে। সন্ন্যাসের পথে পা বাড়িয়ে কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর পদ পেয়েছিলেন একদা বলিউড তারকা মমতা কুলকার্নি। তবে অল্প দিনেই সে পদ থেকে বহিষ্কৃত হলেন তিনি। জানা গিয়েছে, কিন্নড় আখড়ার সংস্থাপক হিসেবে নিজেকে দাবি করা ঋষি অজয় দাস মমতাকে মহামণ্ডলেশ্বরের পদ থেকে বহিষ্কার করেছেন। কারণ হিসেবে জানা যাচ্ছে, প্রথা অনুযায়ী তিনি নিজের মস্তক মুণ্ডন (ন্যাড়া) করাতে রাজি হননি।