TRENDING:

Kali Puja 2025 : শ্যামার আগমনে সেজে উঠেছে বারুইপুর থেকে জয়নগর! এক ক্লিকে জেনে নিন এবারের 'সেরা' সব আকর্ষণ

Last Updated:
Kali Puja 2025 : বারুইপুর থেকে শুরু করে জয়নগর, বিস্তীর্ণ এই এলাকায় কালীপুজোতেও হরেক থিমের বাহার নিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। কোথায় কী চমক থাকছে, দেখুন তালিকা।
advertisement
1/6
বারুইপুর থেকে জয়নগর, কালীপুজোয় সেরা মণ্ডপগুলির তালিকা রইল আপনার জন্য
দীপাবলি আসতে আর কয়েক দিন বাকি। চলছে তার জোরদার প্রস্তুতি। এদিকে, বারুইপুর থেকে শুরু করে জয়নগর- বিস্তীর্ণ এই এলাকায় কালীপুজোতেও হরেক থিমের বাহার নিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন পুজো কমিটি। <strong>(ছবি ও তথ্য - সুমন সাহা)</strong>
advertisement
2/6
বারুইপুর রেলগেটের কাছে নতুনপাড়া যুবশক্তি সঙ্ঘ ফি বছরের মতো এবারও চমক নিয়ে তৈরি। এবার তাঁদের পুজো তৃতীয় বছরে পড়েছে। থিম 'শ্বেতশুভ্র মণ্ডপে ঢাকের বাদ্দি বাজে, যুবশক্তির শ্যামাকালী এবার ডাকের সাজে'। সম্পূর্ণ সাদা কাপড়ে তৈরি হচ্ছে মণ্ডপ। সন্ধ্যায় এই মণ্ডপেই দেখা যাবে আটটি রঙের বাহার, যা নজর কাড়বে মানুষজনের।
advertisement
3/6
বারুইপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের কালীপুজোতেও থাকছে আকর্ষণ। এবার এই পুজো ১০৫ বছরে পড়েছে। এবারের থিম মুখোশের দেশা সাঁওতাল। এখানে আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে।
advertisement
4/6
বারুইপুরের পুরন্দরপুর মঠ মিতালি সঙ্ঘের পুজোও ফি বছর নজর কাড়ে। এবার তাদের পুজো ৬৬ বছরে পড়েছে। থিম ঐক্যের অর্পণ। সমস্ত ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতির বার্তা ফুটে উঠবে মণ্ডপে। পাশাপাশি বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্ণ পরিচয় পড়ছে ছেলেমেয়েরা, এমনই সব থিম, ছবি ও মডেলের মাধ্যমে তুলে ধরা হবে।
advertisement
5/6
সুবুদ্ধিপুর সুপারস্টার ক্লাবের পুজো এবার ৪২ বছরে পড়েছে। এবারে আমাদের থিম তর্পণ। মহালয়াতে কেমন তর্পণ হয় তা অডিও ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা হবে মণ্ডপে। পাশাপাশি তর্পণ বোঝাতে কয়েকটি মডেল থাকবে। এখানে মা কালী  রূপদান হবে জগন্নাথের আদলে।
advertisement
6/6
জয়নগরের দক্ষিণ কালিকাপুর জোড়াপোল যুব গোষ্ঠীর পুজো এবার ৬১ বছরে পড়েছে। থিম প্রকৃতির বন্ধনে শান্তির সন্ধানে। ফোম দিয়ে তৈরি বিভিন্ন গাছপালা থাকবে পুরো মণ্ডপে। বিশেষ আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা। <strong>(ছবি ও তথ্য - সুমন সাহা)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : শ্যামার আগমনে সেজে উঠেছে বারুইপুর থেকে জয়নগর! এক ক্লিকে জেনে নিন এবারের 'সেরা' সব আকর্ষণ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল