Sikkim Snowfall: সেরথাঙ ছাঙ্গু এলাকা ঢাকল সাদা বরফের চাদরে! বেজায় খুশি পর্যটকরা, দেখুন স্নোফলের ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Sikkim Snowfall: শীতের শুরুতেই যে এই রকম তুষারপাত চোখের সামনেই দেখতে পেয়ে বেজায় খুশি পর্যটকরা
advertisement
1/5

তুষারে ঢেকে গেল সিকিমের সেরথাঙ এলাকা। শুক্রবার রাতে এবং শনিবার সকালে সেরথাঙ, ছাঙ্গু এলাকায় তুষারপাত শুরু হয়েছে। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে রাস্তাঘাট।
advertisement
2/5
এই দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা।উত্তর সিকিমের ছাঙ্গু ও চোপতা ভ্যালি এদিন সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে।
advertisement
3/5
সেখানে এখন চারদিকে শুধুই বরফ। গাছে বরফ, বাড়ির ছাদে বরফ। এলাকার বিভিন্ন রাস্তাও ঢেকে গিয়েছে ওই বরফের আস্তরণে।
advertisement
4/5
এই সময়ে সেখানে বেড়াতে গিয়ে এই তুষারপাত বাড়তি আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। অনেকেই জানান, শীতের শুরুতেই যে এই রকম তুষারপাত হবে এবং সেটা চোখের সামনেই দেখতে পাবেন সেটা আশা করেননি।
advertisement
5/5
পর্যটন মহল মনে করছে এই দিয়ে শীতের প্রবেশ হল উত্তরে। এবছর তুষারপাত সহ শীতকালে আনন্দ করতে পারবেন পর্যটকরা।