আরও পড়ুন: ছেলের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যান, চারদিন পর খালে ভেসে উঠল বৃদ্ধার দেহ
বছর তিরিশের ভিকি পাওয়ার নামে বিপত্নিক এক যুবক হঠাৎই মেদিনীপুর শহরের শেখপুরা এলাকায় পুরসভার একটি ৮০ ফুট লম্বা জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসেন। সেখানে উঠেই ওই যুবক চেঁচিয়ে চেঁচিয়ে ‘স্ত্রীর কাছে চলে যাওয়ার’ কথা বলতে থাকেন। তাঁকে নামিয়ে আনতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশ ও দমকল কর্মীদের। যদিও শেষ পর্যন্ত বহু কষ্টে নিরাপদেই ওই যুবককে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
advertisement
এদিকে জলের ট্যাঙ্কের মাথা থেকে নিরাপদে নামিয়ে আনলেও ওই যুবকের মুখে একটাই কথা, ‘আমাকে তোমরা বাঁচাতে পারবে না। আমি আমার বউয়ের কাছে যাব।’ এমন কথার কারণ সন্ধান করতে গিয়ে ভিকি পাওয়ার নামে ওই যুবককে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করতেই জানা গেল তার জীবনের এক করুন কাহিনী। পারিবারিক অশান্তির কারণে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় তার স্ত্রী। তারপর থেকেই ভিকি মানসিক অবসাদে ভুগছেন। মনোবিদদের মতে, সেই অবসাদ থেকেই ভিকিও আত্মহত্যাপ্রবণ হয়ে উঠেছেন। আপাতত কোতোয়ালি থানার পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে গিয়েছে। তার মানসিক চিকিৎসা করানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
রঞ্জন চন্দ