TRENDING:

West Midnapore News: ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়া টিমে রাজ্যের জঙ্গলমহলের শুভেন্দু

Last Updated:

আগামী ৬ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ফ্রম প্রতিযোগিতা হবে। প্রতিবেশী দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এই প্রতিযোগিতায় অংশ নেবে এবং সেই টুর্নামেন্টে ভারতের দল বাছাই হয়ে গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম: দুটি চোখ অন্ধ কিন্তু স্বপ্ন দেখেছিলেন কিছু করার সেই স্বপ্ন সত্য হতে চলেছে ভারতবর্ষের জাতীয় স্তরে। ঝাড়গ্রাম জেলার গড়শালবনি এলাকার কৈমা গ্রামের যুবক শুভেন্দু মাহাতো জন্মের থেকে চোখে কম দেখতে পেতেন, শেষমেষ তার দু বছর বয়সে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপর ওড়িশার ভুবনেশ্বরের শত চেষ্টা করেও অস্ত্রোপচারে করিয়ে দুটো চোখ ঠিক করতে পারলেন না তাঁর পরিবার।
advertisement

পড়াশুনোর জন্য পাঠানো হয় হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম সেখান থেকে তার জার্নি শুরু হয় পড়াশোনার সাথে সাথে খেলাধুলা ও ভাল করতেন তিনি বর্তমানে তিনি এখন শান্তিপুর বিএড কলেজের পড়ুয়া ২০১৪ সাল থেকে বাংলার হয়ে ব্যাট নিয়ে মাঠে নামা শুরু। অধ্যবসায়ের জোরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফর ব্লাইন্ড অফ ইন্ডিয়ার হয়ে দেশের জার্সি গায়ে পরার সুযোগ হল এবার ঝাড়গ্রামের গড়শালবনির ছেলে শুভেন্দু মাহাতোর।

advertisement

আরও পড়ুন -  Jhargram News: ছিল নার্সিংহোমের সিসিটিভি! তাও ডাস্টবিনের পাশ থেকে শিশুভ্রূণ উদ্ধার

জার্নিটা খুব কঠিন হলেও স্বপ্ন দেখেছিল শুভেন্দু। ছোট থেকে স্বপ্ন ছিল পরিবারের হয়ে দেশের হয়ে কিছু করার। এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে শুভেন্দুর। ফলত খুশি পরিবার এবং গ্রামবাসীরা। ইতিমধ্যেই তাকে নিয়ে মাতামাতি শুরু করেছে গ্রামের মানুষ। একটি গ্রামের ছেলে ভারতবর্ষের জাতীয় স্তরে খেলতে চলেছে তা কতটা গর্বের ব্যাপার এলাকার মানুষ তা বুঝতে পারছেন।

advertisement

View More

আরও পড়ুন -  T20 WC: ভাই-ভাইয়ে প্রেম! বিরাট ও সূর্যের ইনস্টাগ্রাম ভালবাসা সুপার ভাইরাল

গত ১৭ জুন শুভেন্দুর সিলেকশন হয়। আগামী ৬ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ফ্রম প্রতিযোগিতা হবে। প্রতিবেশী দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এই প্রতিযোগিতায় অংশ নেবে এবং সেই টুর্নামেন্টে ভারতের দল বাছাই হয়ে গেছে। ভারতের হয়ে খেলতে নামবেন জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের গড়শালবনির কুইমা গ্রামের ছেলে শুভেন্দু মাহাতো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়া টিমে রাজ্যের জঙ্গলমহলের শুভেন্দু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল