বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে ডেঙ্গি যেন কোনওভাবে বাধা সৃষ্টি করতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছে প্রশাসন। ব্লক প্রশাসন ও অঞ্চল প্রশাসনের উদ্যোগে পুজোর আগে এলাকা পরিষ্কার কর্মসূচি করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গি সম্পর্কে সচেতন করা হয়েছে।রবি ও সোমবার ব্লকের সব অঞ্চলে বিশেষ কর্মসূচি নেওয়া হয়।
দিন কয়েক পরে পুজো। তার আগে বিভিন্ন জায়গায় জমে থাকা কঠিন বর্জ্য কিংবা নোংরা আবর্জনা পরিষ্কার কর্মসূচি নেওয়া হয়।পাশাপাশি অঞ্চল ও ব্লক প্রশাসনের আধিকারিকরা সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করেন।
advertisement
ব্লক প্রশাসন সূত্রে খবর, পুজোর আগে জেলা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। নারায়নগড় ব্লকের হেমচন্দ্র, কুশবসান গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলপ্লাবিত হয়েছিল। স্বাভাবিকভাবে এই সকল এলাকায় ডেঙ্গির প্রকোপ যাতে না পড়ে, তাই উৎসব মরশুমের আগে এই বিশেষ ভাবনা।
রঞ্জন চন্দ