তবে সেই মুশকিল আসান হল দুয়ারে ডাক্তার কর্মসূচিতে। বিভিন্ন স্বনামধন্য চিকিৎসক উপস্থিত ছিলেন দুয়ারে ডাক্তার কর্মসূচিতে। নারায়ণগড় ব্লকের বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠে আয়োজিত হয় এই বিশেষ কর্মসূচির। নাক, কান, গলা , চক্ষু, অর্থোপেডিক সহ একাধিক বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এদিন। পাশাপাশি এই কর্মসূচি থেকে প্রতিবন্ধী মানুষদের নির্ণয় করে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।
advertisement
জেলা স্বাস্থ্য দফতর এবং ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রান্তিক এলাকায় এই দুয়ারে ডাক্তার কর্মসূচিতে ১২ জন অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। ব্লকের প্রায় পাঁচ শতাধিকেরও বেশি মানুষ এদিন তাদের চিকিৎসা করিয়েছেন। বিনামূল্যে ওষুধের পাশাপাশি উন্নততর চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন উপস্থিত চিকিৎসকেরা।
দুয়ারে প্রশাসন কর্মসূচির পর দুয়ারে ডাক্তার কর্মসূচিতে প্রান্তিক এলাকার বহু মানুষ উপকৃত হয়েছেন বলে তাদের দাবি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, সহ ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা।
Ranjan Chanda