Train Accident: মেদিনীপুরে ট্রেন দুর্ঘটনা! স্টেশনে ঢোকার মুখে প্ল্যাটফর্মের গায়ে ঘষা খেল মালগাড়ি, বালিচকে আতঙ্ক

Last Updated:

Train Accident: রবিবাসরীয় সকালে এই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় মানুষ এবং রেলের কর্তারা ছুটে আসেন। সেই সঙ্গেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খবর পাঠানো হয়।

দুর্ঘটনার কবলে মালগাড়ি
দুর্ঘটনার কবলে মালগাড়ি
বালিচক, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ দুর্ঘটনা যেন ভারতীয় রেলের পিছু ছাড়ছে না। রবিবাসরীয় সকালে দুর্ঘটনার কবলে পড়ল একটি মালগাড়ি। স্টেশনে ঢোকার মুখে প্ল্যাটফর্মের গায়ে ঘষা খেল ইঞ্জিন। রবিবার ভোরে এমন ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক স্টেশনে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে রেল সূত্রে খবর, এদিন বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। প্রায় বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় মালগাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
দক্ষিণ-পূর্ব রেলের শাখার একাধিক জায়গায় বারংবার একাধিক দুর্ঘটনা ঘটছে। রবিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল একটি মালগাড়ি। রেল সূত্রে জানা গিয়েছে, ডাউন শাখায় লুপ লাইনে ট্রেন ঢোকার মুহূর্তে হঠাৎ ট্রেনের ইঞ্জিন প্ল্যাটফর্মের গায়ে ঘষা খায়। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় মানুষ এবং রেলের কর্তারা ছুটে আসেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খবর পাঠানো হয়। পরে রেল কর্মী এবং ঊর্ধ্বতন আধিকারিকেরা এসে বিষয়টি খতিয়ে দেখেন।
advertisement
আরও পড়ুনঃ হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ৩০, হাসপাতালে ছুটে এলেন বিধায়ক
বালিচক স্টেশনের স্টেশন ম্যানেজার দশরথ বৈরাগী বলেন, রবিবার সকালে স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি ঢোকার সময় হঠাৎ প্ল্যাটফর্মের গায়ে ঘষা লাগে। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্তসাপেক্ষ। পরে আসল কারণ জানা যাবে। ইতিমধ্যেই কাজ শেষ করা হয়েছে। তবে স্টেশনের বাড়তি লাইনে দুর্ঘটনা ঘটায় ট্রেন চলাচলে কোনও সমস্যা সৃষ্টি হয়নি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রবিবারসরীয় সকালে বিকট শব্দ এবং এমন ঘটনা ঘটায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রেলের উচ্চপদস্থ অধিকর্তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রেলের লাইনের কোনও ত্রুটি নাকি অন্য কোনও কারণ, তার খোঁজ চালানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Accident: মেদিনীপুরে ট্রেন দুর্ঘটনা! স্টেশনে ঢোকার মুখে প্ল্যাটফর্মের গায়ে ঘষা খেল মালগাড়ি, বালিচকে আতঙ্ক
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement