এদিন রাতে জেলাশাসক এ আয়েশা রানী, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, বিধায়ক অজিত মাইতি ও দিনেন রায় মৃত দম্পতির বাড়িতে যান এবং পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন। এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করার পাশাপাশি সমবেদনা জানান মৃতের পরিজনদের। এই মর্মান্তিক ঘটনায় বাবা মাকে হারিয়েছেন বাপ্পা মান্ডি ও আকাশ মান্ডি নামে দম্পতির দুই ছেলে। তাই তাদের ভবিষ্যতের কথা ভেবে এদিন মৃত দম্পতির মায়ের হাতে ৪ লক্ষ টাকার চেক তুলে দেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও অজিত মাইতি, দিনেন রায়। অজিত বাবু জানান, ‘‘যে ঘটনা ঘটেছে, তা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা তাদেরকে তো আর ফিরিয়ে দিতে পারব না, কিন্তু তাঁদের পরিবারের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারব।’’
advertisement
আরও পড়ুন - Murshidabad News: অধীর চৌধুরীর সঙ্গে সম্পর্কিত স্যান্টা ফোকিয়া ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বিতর্ক
তাই শুধুমাত্র অর্থ সাহায্য নয়, মৃত দম্পতির বড় ছেলে বাপ্পা মান্ডিকে পশ্চিমবঙ্গ পুলিশের হোমগার্ডের চাকরিরও ব্যবস্থা করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে একই সাথে যাতে ওই পরিবার ভালোভাবে বসবাস করতে পারে সেজন্য পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ থেকে সরকারি প্রকল্পে একটি বাড়িও তৈরি করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন - ছিল নার্সিংহোমের সিসিটিভি! তাও ডাস্টবিনের পাশ থেকে শিশুভ্রূণ উদ্ধার
অন্যদিকে মৃত দম্পতির ছেলে বাপ্পা মান্ডির অভিযোগের ভিত্তিতে এই ঘটনার মূল অভিযুক্ত শেখ সৈয়দ আলীকে বুধবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে মেদিনীপুর আদালতে তোলা হয়। পুলিশ ধৃত অভিযুক্তকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক সবদিক বিবেচনা করে ৪ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। আগামী ৩১ শে অক্টোবর ধৃত ব্যক্তিকে পুনরায় আদালতে তোলা হবে বলে জানিয়েছেন সরকারি পক্ষের আইনজীবী দেবপ্রসাদ চন্দ্র।
Partha Mukherjee