মেদিনীপুর শহরের অনতিদূরে ইতিহাসের উপাদানে ভরপুর পাথরা গ্রাম, আজ আর ততটা অপরিচিত নয়। ছোট্ট গ্রামের মধ্যে একাধিক মন্দিরের অবস্থান এই গ্রামকে পরিচিতি এনে দিয়েছে। মেদিনীপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার গেলে কাঁসাই নদীর তীরে ছোট সুন্দর গ্রাম পাথরা। মন্দিরের কারুকার্য ও গ্রামের ইতিহাস শোভিত করবে আপনার মনকে। জানতে পারবেন ইতিহাসের নানা কাহিনী।
advertisement
বাংলার ঐতিহ্য ও অহংকারকে তুলে ধরতে উদ্যোগী মহম্মদ ইয়াসিন পাঠান। সাধারণ মানুষকে নিয়ে গড়ে তুলেছেন কমিটি। লিখেছেন পাথরার ইতিহাসও। কাঁসাই নদীর ধারে নির্জন পরিবেশে এক মন্দিরনগরী, চারপাশে ফুলের বাগান, পর্যটকদের জন্য আবাস নিয়ে এক পর্যটনস্থলের নয়া ডেস্টিনেশন এই পাথরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 25, 2023 6:35 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Durga Puja Travel: পুজোর ছুটি নিভৃতে কাটাতে আসুন কাঁসাইনদীর পাশে বাগানে ঘেরা নির্জন এই মন্দির-গ্রামে





