ছোট থেকেই অঙ্কন-সহ নানা শিল্পকর্মের প্রতি ঝোঁক তাঁর। কখনও চালের উপর, আবার কখনও মুগের দানা কিংবা চক কেটে মনীষীদের ছবি-সহ নানা শিল্পকর্মকে ফুটিয়ে তুলেছেন তিনি। ১১ অগাস্ট ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে প্রসেনজিতের নতুন সৃষ্টি চালের দানার উপর ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি অঙ্কন। প্রসেনজিৎ তাঁর বাবার ছোট্ট গ্যারাজে মিস্ত্রির কাজ করেন। ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেছেন তিনি। করেছেন আইটিআই কোর্সও।
advertisement
প্রসেনজিৎ বলেন, বাবার গ্যারাজে কাজ করার পর অবসর সময় তিনি ছবি আঁকেন। দেশের অন্যতম বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি, চালের উপর কালি দিয়ে এঁকে ফুটিয়ে তুলেছেন তিনি। মেদিনীপুর জেলা তথা দেশের বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে কেশপুরের যুবকের এই শিল্পকর্ম দেখে মুগ্ধ সকলে। দেশমাতৃকাকে স্বাধীন করতে ১৮ বছর বয়সে আত্মবলিদান দেওয়া জেলার বীর সন্তানকে শ্রদ্ধা জানানোর অভিনব ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।