বর্ষার মরসুমেই হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। সাপের উপদ্রব থেকে বাঁচতে ভোট কর্মীদের মেটেরিয়াল ব্যাগে ব্যালট পেপার, পেন-পেনসিলের সঙ্গে দেওয়া হচ্ছে হচ্ছে পাওয়ার টর্চ এবং কার্বলিক অ্যাসিড।
মাঝে মাত্র আর মাত্র কয়েকটা ঘণ্টা। আর এরপরই গ্রাম দখলে লড়াইয়ের মূল পর্ব অর্থাৎ, পঞ্চায়েত ভোট। জেলা প্রশাসনের তরফে প্রস্তুতি একেবারে তুঙ্গে। কোথায় কোন ভোট কর্মীর ডিউটি পড়েছে, তার নির্দেশ পত্র ইতিমধ্যেই ভোট কর্মীদের কাছে পৌঁছে গিয়েছিল।
advertisement
শুক্রবার সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসি সেন্টার থেকে কিট সংগ্রহ করে নিজের নিজের বুথের উদ্দেশে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। জানা গিয়েছে, ব্যালট বাক্স, ব্যালট পেপার, পেন, পেন্সিল, রবার, কাগজ , স্ট্যাম্পের সঙ্গে এবার ভোট কর্মীদের মেটেরিয়াল কিট ব্যাগে স্থান পেয়েছে সাপদের দূরে রাখার কার্বলিক অ্যাসিড এবং হাইপাওয়ারের টর্চ।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোট নতুন চমক! এবার ব্যালট বাক্সেও থাকছে QR Code, কিন্তু কেন?
উল্লেখ্য, অন্যান্য বার বর্ষার মরসুম আসার আগেই পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়ে যায়৷ তবে, এবার খানিক পিছিয়েছে নির্বাচনের নির্ঘণ্ট। ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। ফলে খুব স্বাভাবিকভাবে গ্রামাঞ্চলে বেড়েছে সাপের উপদ্রব। এই কথা মাথায় রেখেই ভোট কর্মীদের মেটেরিয়াল কিট ব্যাগে দেওয়া হয়েছে কার্বলিক অ্যাসিড ও টর্চ। টর্চ ঠিকমত জ্বলছে কি না তা-ও, দেখে নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকেরা।
Ranjan Chanda