WB Panchayat Election: পঞ্চায়েত ভোট নতুন চমক! এবার ব্যালট বাক্সেও থাকছে QR Code, কিন্তু কেন?

Last Updated:

প্রশাসন সূত্রের খবর, প্রায় প্রত্যেক পঞ্চায়েত নির্বাচনেই কোনও না কোনও ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ ওঠে৷ কখনও কখনও ব্যালট পেপার বিকৃত করার অভিযোগও জানান বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা৷

মালদহ: পঞ্চায়েত নির্বাচনের আর ২৪ ঘণ্টাও বাকি নেই৷ শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত প্রশাসনিক ব্যস্ততা৷ সকাল সকাল ডিসিআরসি সেন্টারগুলিতে পৌঁছে গিয়েছেন সরকারি কর্মীরা৷ সংগ্রহ করে নিচ্ছেন ভোটের কিট৷ উত্তর মালদহের চাঁচল ১ নম্বর ব্লক সেরকমই একটি ডিসিআরসি কেন্দ্র৷ এখান থেকে কিট সংগ্রহ করেই সংলগ্ন ১৫৭ টি ভোটকেন্দ্রে পৌঁছচ্ছেন ভোটকর্মীরা৷
জানা গিয়েছে, এবারে ভোট কর্মীদের কিট ব্যাগে থাকছে কার্বলিক অ্যাসিড এবং টর্চ৷ সঙ্গে দৃষ্টি আকর্ষণ করেছে আরও একটি অভিনব বিষয়৷ তা হল ব্যালট বাক্সে থাকা QR কোড। কিন্তু, হঠাৎ ব্যালট বাক্সে QR কোড কেন?
advertisement
advertisement
আরও পড়ুন: মাঝে আর মাত্র ২দিন! পঞ্চায়েতে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী, সামনে এল বিস্তারিত তালিকা, দেখে নিন
প্রশাসন সূত্রের খবর, প্রায় প্রত্যেক পঞ্চায়েত নির্বাচনেই কোনও না কোনও ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ ওঠে৷ কখনও কখনও ব্যালট পেপার বিকৃত করার অভিযোগও জানান বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা৷
advertisement
সেক্ষেত্রে, ব্যালট বাক্সে QR কোড থাকলে জানা যাবে, কোন এলাকার ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, অথবা কোথায় ভোটে গরমিলের অভিযোগ উঠছে৷ অর্থাৎ, ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই ব্যালট বাক্স প্রতি QR কোড রাখার পরিকল্পনা৷
ভোটকর্মীরা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন৷ তাঁরা জানাচ্ছেন, এবার একটি পোর্টাল সিস্টেম রয়েছে, এই ব্যালট বাক্সে থাকা QR কোড স্ক্যান করলেই তা কোন এলাকার কত নম্বর বুথের তা জানা যাবে৷ এতে কাজেরও অনেক সুবিধা হবে, কাজ অনেক স্টিটেম্যাটিক হবে বলে মনে করছেন তাঁরা৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
WB Panchayat Election: পঞ্চায়েত ভোট নতুন চমক! এবার ব্যালট বাক্সেও থাকছে QR Code, কিন্তু কেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement