মনোনয়ন পর্ব ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে মঙ্গলবার দুপুরে শালবনী বিডিও অফিসে হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। হঠাৎ দিলীপ ঘোষকে দেখে তাঁর জন্য ঠান্ডা জল এবং ORS নিয়ে হাজির হলেন এক দল তৃণমূল কর্মী। মুখগুলো এক প্রকার অচেনাই লাগছিল দিলীপ ঘোষের কাছে।
আরও পড়ুন: ঘাটাল মানেই দেব! CPIM ছক্কা হাঁকাতে কষে ফেলেছে দারুণ ছক! জানুন
advertisement
আরও পড়ুন:
অচেনা লাগবে না কেন, তারা তো আর বিজেপির কর্মী নয়।২৪ ঘণ্টা আগে জেলারই নারায়ণগড়ে ব্লক অফিসের সামনে তৃণমূল কংগ্রেস কর্মীদের থেকে চোর চোর স্লোগান শুনতে হয়েছিল দিলীপ ঘোষকে। তবে মঙ্গলবার মেঘ না চাইতেই জল দিলীপ ঘোষের কাছে। তৃণমূলের স্পষ্ট দাবি এটা তৃণমূলের সংস্কৃতি, জঙ্গলমহলে সংস্কৃতি।তবে তৃণমূলের এই অবাক জলপান নিয়ে শুরু চাপানউতর।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 8:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
WB Panchayat Election 2023: দিলীপ ঘোষকে দেখেই ঠান্ডা জল নিয়ে ছুটলেন তৃণমূল কর্মীরা! কোন দিকে গড়াচ্ছে জল?