WB Panchayat Election 2023: ঘাটাল মানেই দেব! CPIM ছক্কা হাঁকাতে কষে ফেলেছে দারুণ ছক! জানুন

Last Updated:

WB Panchayat Election 2023: ভোটে জিততে নতুন কৌশল বাম সংগঠনের!

মনোনয়ন শেষে মিছিল পরিযায়ী শ্রমিক ''
মনোনয়ন শেষে মিছিল পরিযায়ী শ্রমিক ''
ঘাটাল: এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী পরিযায়ী শ্রমিকেরা সিপিআইএমের হয়ে ভোটে লড়বেন ভিন রাজ্য থেকে ফিরে আসা একাধিক যুবক। গ্রাম কিংবা শহরে কাজের সন্ধান না থাকায় কেউ গুজরাট, কেউ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সহ বিভিন্ন জায়গায় কাজের উদ্দেশ্যে গিয়েছেন। তবে ভোট ঘোষণা হতেই তারা ফিরেছেন বাড়ি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার নলগেড়িয়া, রঘুনাথপুর, চকসাদী, শোলাগেড়িয়া সহ একাধিক জায়গার বহু যুবক কাজের সূত্রে বাইরে থাকেন। এদের মধ্যে কেউ আবার উচ্চ শিক্ষায় শিক্ষিতও।
তবে ভিন রাজ্য থেকে কাজ করে ফেরা পরিযায়ী শ্রমিক যুবকদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী করেছে বাম দল। দলের হয়ে মনোনয়ন জমা দেওয়ার পর, স্লোগান তুললেন ‘চোর তাড়াও,গ্রাম বাঁচাও’।প্রসঙ্গত ঘাটাল ব্লকের দেওয়াচক গ্রাম পঞ্চায়েত এলাকার ১৯ টি বুথের মধ্যে পাঁচটি আসনে পরিযায়ী শ্রমিক সহ পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্য প্রার্থী হয়েছে। দাসপুর ব্লকেও একাধিক জায়গায় প্রার্থী হয়েছেন পরিযায়ী শ্রমিকেরা।
advertisement
advertisement
আরও পড়ুন:
পরিযায়ী শ্রমিক তৈমুর আলি, দিলশাদ আলিরা বলেন, দক্ষিণে রাজ্যে কাজ করতে গেলে দৈনিক মজুরি বেশি মেলে। তবে বাংলাতে এই অর্থ মেলেনা।জীবন জীবিকার যন্ত্রণায় আমরা থাকতে চাই না। তাই আমরা পরিবর্তন চাই তাই। এই পঞ্চায়েত থেকে সেই পরিবর্তন যাত্রা শুরু আমাদের।জেলার সি আই টি ইউ নেতা পরিযায়ী শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক উত্তম মণ্ডল বলেন, শুধু ঘাটাল মহকুমা ব্লক গুলিতে একাধিক পরিযায়ী শ্রমিক রয়েছেন। তবে পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরে এসে ভোটের লড়াইয়ে শামিল হয়েছেন। তারা অঞ্চল সহ বুধের নির্বাচনী কাজ পরিচালনা করছে।তবে এবার কি পরিযায়ী শ্রমিকদের নির্বাচনে প্রথম সারিতে এনে ভোটে জয়ী হতে মরিয়া বাম সংগঠন? প্রশ্ন রাজনৈতিক মহলে।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
WB Panchayat Election 2023: ঘাটাল মানেই দেব! CPIM ছক্কা হাঁকাতে কষে ফেলেছে দারুণ ছক! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement