WB Panchayat Election 2023 : দল ছাড়ার হিড়িক শাসক দলের কর্মীদের! সম্মান নেই দলে! বড় চমক! জানুন

Last Updated:

WB Panchayat Election 2023 : জেলা জুড়ে দেখা যাচ্ছে দলত্যাগের হিড়িক ! যা ঘটল জানলে চমকে যাবেন!

+
নির্দল

নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন

জলপাইগুড়ি: জেলা জুড়ে দেখা যাচ্ছে দলত্যাগের হিড়িক ! পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে নির্দলে যোগ দেওয়ার খবর এখন হামেসাই থাকে খবরের শিরোনামে। তেমনই, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার তৃতীয় দিনে বড় চমকের ঘটনা ঘটল মাল বিডিও অফিসে। তৃণমূল কংগ্রেস পরিচালিত মাল পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি রীনা বরা নির্দল হিসাবে মনোনয়ন জমা দিলেন। তাকে সমর্থন করার আশ্বাস দিয়েছে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ।
অন্যদিকে, মনোনয়ন পত্র তোলার জন্য রাজগঞ্জ বিডিও অফিসে লাইনে দাঁড়িয়ে পড়লেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরাও। পঞ্চায়েত সমিতির সভাপতি দলের সিদ্ধান্ত ঘোষণার আগেই দলের স্থানীয় নেতৃত্বের উপর ক্ষোভ উগড়ে সোমবার সরাসরি নিজে এসে বিডিও অফিসে মনোনয়ন জমা দেন রীনা বরা। রীনা বরা বলেন জেলা সভাপতি, মন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছিল। সাময়িক ভাবে সুশীল প্রসাদকে সরিয়ে দিলেও আবার পঞ্চায়েত নির্বাচনের মুখে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে বিচার কিভাবে হল?এজন্য আজ আমি মনোনয়ন জমা দিয়েছি!”
advertisement
advertisement
আরও পড়ুন:
এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব দলের ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, যে কেউ মনোনয়ন পত্র তুলতে পারেন বা জমা দিতে পারেন। আমরা চাই অবাধ নির্বাচন হোক। কেউ যদি দলের বাইরে গিয়ে মনোনয়ন জমা দেয় তবে দলের কিছু ক্ষতি হবে না।প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল বিকেলেই বৈঠকে বসেছিলেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। এবং সেই বৈঠকে ঠিক হয়েছিল আজ মনোনয়ন দাখিল করবেন তারা।সেই সিদ্ধান্ত অনুযায়ী সকালেই বিডিও অফিসে হাজির হলেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
WB Panchayat Election 2023 : দল ছাড়ার হিড়িক শাসক দলের কর্মীদের! সম্মান নেই দলে! বড় চমক! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement