Viral News | Coconut Tree: এক ফুটের নারকেল গাছে ফলছে নারকেল। বাড়িতে লাগালেই কোটিপতি! জানুন

Last Updated:

Viral News | Coconut Tree: এক ফুটের নারকেল গাছে ফলছে নারকেল। জানলে অবাক হবেন

+
এক

এক ফুট উচ্চতার গাছে ফলছে নারকেল 

বসিরহাট: মাত্র এক ফুটে গাছে ফলছে নারকেল। শুনে চমকে গেলেন! আসলেই চমকে যাওয়ার মতই ব্যাপার। বসিরহাটের মাটিতে এবার এক ফুট উচ্চতার নারকেল গাছে ফলছে নারকেল। নারিকেল গাছের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল লম্বা একটি গাছ। এ গাছের একদম উপরের দিকে থাকে ফল। কিন্তু ধরুন কেউ মাটিতে দাঁড়িয়েই নারিকেল পাড়ছে? নারিকেলগুলো মাটি থেকে কয়েক ফুট উঁচুতে ঝুলছে। না, কোনো কাল্পনিক কথা নয়, সত্যিই এমন গাছ রয়েছে আর তা বসিরহাটেই।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানে শোভা পাচ্ছে এ নারিকেল। যা ভিয়েতনামি নারিকেল হিসেবে পরিচিত। এই গাছ প্রচলিত নারিকেল গাছের তুলনায় উচ্চতায় অনেক খাটো, ফলনও বেশি হয়। তবে আপনি বাড়ির বাগানের শোভা বৃদ্ধির পাশাপাশি অল্প সময়ে অধিক নারকেল পেতে এই নারকেল গাছের চারা চাষ করতে পারেন।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হংকং পার্কের উদ্যোক্তা অমিনুর ইসলাম তার ৬০ বিঘা জমির মধ্যে কয়েক বিঘা জমিতে এই নারেকেল গাছের চাষ করেছেন। ভিয়েতনামের এই জাতের নারকেল গাছ। তিনি ভিয়েতনাম থেকে বাংলাদেশের মাধ্যমে এদেশে কাজ শুরু করেছেন। একই  সঙ্গে তিনি যেমন ডাব এবং নারকেলের ফলন করছেন তেমনভাবে তিনি নতুন চারা তৈরি করে বিক্রিও করছেন। ফলে তার লাভ হচ্ছে দুইভাবে, ফল ও চারা বিক্রি করে।
advertisement
আরও পড়ুন:
এই নারিকেল গাছের চাষ করে স্বনির্ভর হতে যোগাযোগ করতে পারেন বসিরহাট শহর থেকেই মাত্র ২ কিলোমিটার দূরত্বের হংকং উদ্যানের উদ্যোক্তা হাজি আমিনুর ইসলামের সঙ্গে। আমিনুর ইসলাম বলেন, ‘এই জাতের গাছ অল্প জমিতে বেশি পরিমাণে চাষ করা সম্ভব এবং অনেক বেশি হয়। পাশাপাশি গাছের চারা দেশের বিভিন্ন রাজ্যে বিক্রি হচ্ছে। এই জাতের নারকেল গাছ চাষ করে মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা আয় করা সম্ভব।”
advertisement
এজাতের চারা রোপণের জন্য গর্তের মাঝখানে নারিকেল চারা এমনভাবে রোপণ করতে হবে যাতে নারিকেলের খোসা সংলগ্ন চারার গোড়ার অংশ মাটির ওপরে থাকে। প্রধানত লবণাক্ত মাটিতে নারিকেল গাছের ভাল ফলন হলেও এজাতের গাছ সব প্রকার মাটিতেই সম্ভব। তবে নিয়মিত জলের পাশাপাশি গোবর সার অথবা আবর্জনা পচা সার দিতে হবে। দ্রুত বর্ধনশীল খাটো জাতের এই নারিকেল গাছে ২০-২২ মাসের মধ্যেই ফুল চলে আসে এবং তিন বছরের মাথায় ফল আসে এবং পরিপূর্ণ হতে থাকে। এই নারিকেল খেতে অনেকটা দেশি নারিকেলের মতই, স্বাদে-গন্ধে, আকার ও পুষ্টিমানে একদম চমৎকার একটি নারিকেলের জাত।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Viral News | Coconut Tree: এক ফুটের নারকেল গাছে ফলছে নারকেল। বাড়িতে লাগালেই কোটিপতি! জানুন
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement