তবে ভিন রাজ্য থেকে কাজ করে ফেরা পরিযায়ী শ্রমিক যুবকদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী করেছে বাম দল। দলের হয়ে মনোনয়ন জমা দেওয়ার পর, স্লোগান তুললেন ‘চোর তাড়াও,গ্রাম বাঁচাও’।প্রসঙ্গত ঘাটাল ব্লকের দেওয়াচক গ্রাম পঞ্চায়েত এলাকার ১৯ টি বুথের মধ্যে পাঁচটি আসনে পরিযায়ী শ্রমিক সহ পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্য প্রার্থী হয়েছে। দাসপুর ব্লকেও একাধিক জায়গায় প্রার্থী হয়েছেন পরিযায়ী শ্রমিকেরা।
advertisement
আরও পড়ুন: দল ছাড়ার হিড়িক শাসক দলের কর্মীদের! সম্মান নেই দলে! বড় চমক! জানুন
আরও পড়ুন:
পরিযায়ী শ্রমিক তৈমুর আলি, দিলশাদ আলিরা বলেন, দক্ষিণে রাজ্যে কাজ করতে গেলে দৈনিক মজুরি বেশি মেলে। তবে বাংলাতে এই অর্থ মেলেনা।জীবন জীবিকার যন্ত্রণায় আমরা থাকতে চাই না। তাই আমরা পরিবর্তন চাই তাই। এই পঞ্চায়েত থেকে সেই পরিবর্তন যাত্রা শুরু আমাদের।জেলার সি আই টি ইউ নেতা পরিযায়ী শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক উত্তম মণ্ডল বলেন, শুধু ঘাটাল মহকুমা ব্লক গুলিতে একাধিক পরিযায়ী শ্রমিক রয়েছেন। তবে পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরে এসে ভোটের লড়াইয়ে শামিল হয়েছেন। তারা অঞ্চল সহ বুধের নির্বাচনী কাজ পরিচালনা করছে।তবে এবার কি পরিযায়ী শ্রমিকদের নির্বাচনে প্রথম সারিতে এনে ভোটে জয়ী হতে মরিয়া বাম সংগঠন? প্রশ্ন রাজনৈতিক মহলে।
Ranjan Chanda