অবশেষে প্রশাসনের কোনও হস্তক্ষেপ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের মানুষজন। গ্রামে ঢোকার প্রধান ও গুরুত্বপূর্ণ রাস্তা কেটে বিক্ষোভে সামিল হন ওই গ্রামের মানুষজনেরা। গ্রামের সাধারণ মানুষজনের দাবি, এই বিষয়ে প্রশাসন যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে এর থেকেও বড়ো আন্দোলন করবে বলে জানান তারা। এবং সামনেই আসন্ন পঞ্চায়েত ভোট, ভোটের আগে এই সমস্যার কোন সুরাহা না হলে অন্য পদ্ধতি অবলম্বন করার কথাও জানিয়েছেন গ্রামবাসীরা।
advertisement
এবিষয়ে চন্দ্রকোনার ২ নং জাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সদেশ প্রামাণিক জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি অনভিপ্রেত ঘটনা, আমরা দ্রুত বিষয়টিকে নিয়ে বসে মিটিয়ে নেবো। পাশাপাশি তিনি এও জানান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককেও বিষয়টি জানিয়েছেন, যাতে এর একটা সমাধান করা যায় সে বিষয়ে তিনি নিজেও উদ্যোগ নেবেন।
Partha Mukherjee