রাহুল বাবু প্রথমে ভাবেন শিক্ষা সামগ্রী গুলি বাসের মাধ্যমে পাঠিয়ে দেবেন, কিন্তু বাসের সঙ্গে কথা বলার সময় বাস চালকদের কথার নানা রকম অসঙ্গতি প্রকাশ দেখে তিনি ধন্ধে পড়ে যান। এর পরে তিনি সিদ্ধান্ত নেন শিক্ষা সামগ্রী গুলি ছাত্রীর বাড়িতে নিজেই পৌঁছাবেন। তাই দেরি না করে তার আরও এক সহযোদ্ধা' মেদিনীপুরের সমাজকর্মী শুভনীল সাহুকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে রওনা দেন গোপীবল্লভপুরের চিচড়ার উদ্দেশ্যে।
advertisement
আরও পড়ুন: অনলাইন পরীক্ষার দাবিতে মেদিনীপুরে কলেজ ছাত্রীদের বিক্ষোভ
প্রায় ৮০ কিলোমিটার বাইক চালিয়ে চিচড়া গ্রামে বর্ষার বাড়িতে পৌছে যান। কিন্তু সেই সময় বর্ষা বাড়িতে ছিল না। যুবক ছাত্রীর এক আত্মীয়ার হাতে শিক্ষা সামগ্রী গুলি তুলে দেন। পাশাপাশি, যুবক আগামী দিনে ওই ছাত্রীকে তার প্রয়োজনীয় অন্যান্য শিক্ষা সামগ্রী দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও তিনি জানান অন্য কোনও ছেলেমেয়ে শিক্ষা ক্ষেত্রে কোনও সমস্যায় পড়লে তার সঙ্গে যোগাযোগ করতে।সেক্ষেত্রে তিনি ওই দুস্থ পড়ুয়ার নিজের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানান।
Partha Mukherjee