পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজের প্রথম বর্ষের দুই ছাত্রী ভাস্বতী সাহু এবং অনিভা সেন৷ বাড়িতেই তৈরি করছেন হ্যান্ডমেড জুয়েলারি। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে কাস্টোমাইজ গয়না তৈরি করে রোজগারও করছেন ভালই। দুর্গাপুজোর আগে থেকে শুরু করেছেন, চলছে এখনও।
কলেজ, টিউশন সামলে অবসরে দুই বন্ধু সুতো, কাপড়, পুতি, জরি, কাচ দিয়ে বানাচ্ছেন গলার হার, কানের দুল থেকে শুরু করে হাতের চুড়ি। অনলাইনের মাধ্যমে বিক্রি করছেন এই সব হাতে বানানো গয়না। পাশাপশি, অফলাইনেও বিক্রি হচ্ছে বেশ।
advertisement
আরও পড়ুন: সাপের জিভ চেরা হয় কেন? কেন বার বার জিভ বের করে ওরা..৯০ শতাংশ মানুষ জানেনই না আসল কারণ
প্রসঙ্গত, বর্তমান দিনে বাড়ছে হ্যান্ডমেড জুয়েলারির চাহিদা। প্রথমে পড়াশোনার পাশাপাশি কিছু করবার ইচ্ছে নিয়ে এই দুই কলেজ ছাত্রী শুরু করেন জুয়েলারি বানানো। প্রাথমিকভাবে নানান সামাজিক মাধ্যমে ভিডিও দেখে শুরু হয় তাদের এই কাজ। তারপর থেকে গ্রাহকদের চাহিদা মতোই বানিয়ে দিচ্ছেন গয়নাগুলো। তবে সবই চলে তাদের পড়ার অবসরে।
উচ্চ মাধ্যমিক দেওয়ার পর নিজেদের অবসরে কিছু করবার ইচ্ছে নিয়ে শুরু হয় তাদের এই হ্যান্ডমেড জুয়েলারি বানানোর কাজ। মধ্যবিত্তের সাধ্য বুঝেই রাখা হয়েছে দাম। তাছাড়া, গয়নাগুলি তৈরিও হচ্ছে পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে।
আরও পড়ুন: একে একে নিভছে শৈশব, হারিয়ে যাচ্ছে কৈশোর! সামনে এল শিউরে ওঠার মতো রিপোর্ট
ছাত্রী দু’জনের বক্তব্য, কিছু করবার ইচ্ছে থাকলে যে কোনওভাবেই তা সম্ভব হয়। পড়াশোনা টিউশন সামলে এই দুই কলেজ ছাত্রীর স্বনির্ভর হওয়ার ইচ্ছে এবং ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ