TRENDING:

Jhargram News: মাধ্যমিক পরীক্ষার্থী ভাই জলে তলিয়ে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল কলেজ পড়ুয়া দাদার‌ও

Last Updated:

পুকুরে নেমে তলিয়ে যাচ্ছিল মাধ্যমিক পরীক্ষার্থী ভাই। তার চিৎকার শুনে বাঁচাতে গিয়ে ভেসে গেল কলেজ পড়ুয়া দাদাও। এক ঘণ্টা পর উদ্ধার হল দুই ভাইয়ের দেহ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: আর কুড়ি দিনের মাথায় শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল সৌমিত্র জানার (১৭)। কিন্তু আনন্দ করতে গিয়ে মুহূর্তের ভুলে অকালে প্রাণ হলো হারাতে হল তাকে। পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া সৌমিত্রকে বাঁচাতে গিয়ে একইভাবে মৃত্যু হয় তার দাদা সুব্রত জানার‌ও (২০)। দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে সাঁকরাইলের জানা পরিবার।
advertisement

শুক্রবার ঝাড়গ্রামের সাঁকরাইলে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় ২ ছাত্রের। একজন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী, অন্যজন প্রথম বর্ষের ছাত্র। মৃতদের বাড়ি সাঁকরাইলের যোকুয়া গ্রামে। এদিন বেলা ১২ টা নাগাদ সৌমিত্র ও সুব্রত দুই ভাই বয়সে বড় পিসির ছেলের সঙ্গে দুর্গাহুড়ি পার্কে ঘুরতে যায়। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, সেখানে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী আকাশ হঠাৎই পুকুরে স্নান করতে নামে। কিন্তু ভালো করে সাঁতার না জানায় সে তলিয়ে যেতে থাকে। প্রাণ বাঁচাতে সাহায্যের জন্য চেঁচালে তার দাদা সুব্রত জলে নেমে ভাইকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ভাইয়ের সঙ্গে সেও তলিয়ে যায়। এই দুই ভাই যার সঙ্গে এসেছিল সেই পিসির ছেলে সেই সময় পার্কের অন্যদিকে ঘুরছিল বলে জানা গিয়েছে। চিৎকার শুনে সে ছুটে এসে দেখে সৌমিত্র ও সুব্রত তলিয়ে যাচ্ছে।

advertisement

আরও পড়ুন: উত্তরবঙ্গের জনজাতিদের উপর কাজ করে সাহিত্য অ্যাকাডেমিতে ভূষিত রতনবাবু

দুই ভাইকে জলে তলিয়ে যেতে দেখে পিসির ছেলে সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করে। মুহূর্তের মধ্যেই পরিবারের সদস্যরা ও এলাকার লোকজন সেখানে ছুটে আসে। সাঁকরাইল থানায় খবর দেওয়া হয়। তড়িঘড়ি ব্লকে অবস্থিত বিপর্যয় মোকাবিলা টিমকে উদ্ধারকাজে নামতে বলে পুলিশ। তিন জন ডুবুরি এবং গ্রামের লোকের জলে নেমে তলিয়ে যাওয়া দুই ভাইকে খোঁজার চেষ্টা করেন। প্রায় একঘন্টা পর সৌমিত্র ও সুব্রতর দেহ উদ্ধার হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুই ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। অল্প বয়সী দুই ভাইয়ের এমন পরিণতিতে শোকস্তব্ধ প্রতিবেশীরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Jhargram News: মাধ্যমিক পরীক্ষার্থী ভাই জলে তলিয়ে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল কলেজ পড়ুয়া দাদার‌ও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল