তার সঙ্গে বেড়েছে কাঁচামাল হিসাবে বাঁশের দাম। সংস্কার চালানোর প্রয়োজনীয় জিনিসপত্রের দামও চড়া ফলে এসব দিয়ে সংসার চালানো একেবারে অসম্ভব হয়ে উঠেছে। পাশাপাশি সুভাষ বাবু অভিযোগ করেন, কোন সরকারি সহায়তায়ও নেই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। অন্যদিকে লক্ষীন্দর ঘড়াই আক্ষেপের সুরে বলেন, আমরা অর্থ সম্বলহীন মানুষ, কোনরকম জীবিকা করে সংসার চালাই বাইরের বাজারে বাঁশের সামগ্রী হয়তো থাকতে পারে, কিন্তু বাইরে নিয়ে যাওয়ার সামর্থ আমাদের নেই।
advertisement
আরও পড়ুনঃ গ্রামীন হাটে হাতি! দেখেই দৌড়ে ছুটোছুটি
আমাদের অসহায়তার বিষয়ে কারো কোন মাথা ব্যাথা নেই। সরকার বিভিন্ন শিল্পীদের নানা প্রকল্পের আওতায় এনে তাদের অর্থনীতি খারাপ দশা ফেরানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের কথা কেউ ভাবেনা। যতদিন পারব এই শিল্প পরম্পরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব, তারপর জানিনা এই শিল্প ভবিষ্যতে টিকে থাকবে কিনা।
Partha Mukherjee