শুক্রবার এ দৃশ্য নজরে আসে বেশ কয়েকজনের। গণনা কেন্দ্রের সামনে রেখে আধপোড়া ব্যালট পাওয়ার একটা ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ উঠেছে ভোট লুঠের। প্রসঙ্গত রাজ্যে ভোট লুঠের অভিযোগ বারংবার তুলেছে বিজেপি থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি।গণনার দিনও অনিয়মের অভিযোগ উঠে।
আরও পড়ুন: নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে শিয়ালদহ সর্বত্র তাঁর ছোঁয়া! অরিন্দম বাবুর গল্প জানলে অবাক হবেন
advertisement
শনিবার ভিডিও প্রকাশ্যে আসতে সত্যি বলে মনে করছে বিরোধীরা।বিরোধীদের অভিযোগ, প্রশাসন কে হাতে নিয়ে ভোটে জিতেছে তৃণমূল।যদিও আধপোড়া ব্যালটে সব দলেরই চিহ্ন আছে। নারায়ণগড় ব্লকের কাশীপুর,কুনারপুর, নারায়ণগড়, তুতরাঙ্গা-সহ একাধিক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনের বেশ কয়েকটি আধপোড়া, ছেঁড়া ব্যালট পাওয়া গেছে।
কেন ব্যালট প্রকাশ্যে এল ? পোড়ানোই বা হল কেন ? বিজেপির অভিযোগ, ভোটের নামে লুট চলেছে। এসব তারই প্রমাণ। বিজেপির দাবি, বিষয়টি নিয়ে তারা আদালতে যাবেন। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অরূপ দাস জানান,” গণনার দিনেই ব্লক প্রশাসন ও পুলিশের নেতৃত্বে গণনার টেবিলেই কারচুপি হয়েছে। গণনা কেন্দ্রের ক্যাম্পাসের মধ্যে পোড়া ব্যালট পেপার উদ্ধার সেই অভিযোগকে সত্যি প্রমাণ করল। তথ্য-সহ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দল।” শুধু বিজেপি নয়, বিষয়টি নিয়ে সরব হয়েছে সিপিএমও।
সিপিএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা জানান, ” ভোট লুটের যা যা পরিকল্পনা সবটাই করা হয়েছে। তৃণমূল প্রশাসনকে সাথে নিয়ে একাজ করেছে। পোড়া ব্যালট সামনে আসা ভোট লুটের প্রমাণ। এটা মানুষের রায় না। রায় বদলে দেওয়া হয়েছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। বিডিও আদালতে তার জবাব দেবেন।” পাশাপাশি এই ঘটনা কে আমল দিতে নারাজ তৃণমূল।
আরও পড়ুন: অশোকনগরের মিষ্টি মহল তৈরি করল ব্যালট মিষ্টি! ব্যালট খেয়ে দেখতে পারেন আপনিও
নারায়ণগড় ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার জানা জানান ,” নিরাপত্তার ঘেরাটোপে গণনা হয়েছে। গণনার পরে ফল ঘোষণার এতদিন পর বিরোধীদের কেন অভিযোগ! তবে কি কারনে কী হয়েছে এখনও জানা নেই। কেন পুড়িয়ে দেওয়া হয়েছে তা প্রশাসন বলতে পারবে। আমরা তো পারব না।” যদিও প্রশাসনের জবাব, তাদের কাছে সমস্ত বৈধ ব্যালট আছে।যদিও পোড়া ব্যালট উদ্ধার ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে।
রঞ্জন চন্দ






