আরও পড়ুন: শিলান্যাসের পর ছয় বছরেও শেষ হল না সেতু তৈরির কাজ
পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর চক্রের এই স্কুলটি জেলা সদর থেকে অনেকটাই দূরে অবস্থিত। কিন্তু প্রান্তিক এলাকার এই স্কুলের চালচিত্র দেখলে অবাক হতে হয়। স্কুল প্রাচীরজুড়ে আছে শিশু বান্ধব পড়াশুনোর নানা উপকরণ। বাংলা বর্ণমালা এবং সহজ পাঠের অংশবিশেষকে তুলে ধরা হয়েছে দেওয়ালের গায়ে।
advertisement
ক্লাসরুমের দেওয়ালজুড়ে বাংলা ও ইংরেজির নানা মাসের পরিচয়, শব্দমালা এবং নানান অক্ষর ও বর্ণকে তুলে ধরা হয়েছে। বিদ্যালয়ের ভিতর রয়েছে ছোট ছোট শিশুদের খেলার জন্য বাগান। শিশুদের মন ভালো করার জন্য আছে দোলনাও। স্কুল ছুটির পরও এখানে খেলাধুলো করার জন্য ফিরে আসে অনেক ছোট ছোট ছেলে মেয়ে। গ্রামের মধ্যে সাজানো গোছানো এই স্কুল নজর কেড়েছে সকলের। বিদ্যালয়ে রয়েছে কিচেন গার্ডেন। এর পরিচর্যার কাজ ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা মিলেমিশে একসঙ্গে করেন। স্কুল কর্তৃপক্ষের এই কাজের প্রশংসা করেছে মন্ত্রী শিউলি সাহা। এলাকার বিধায়ক হিসেবে তিনি প্রধান শিক্ষক মহাশয়কে অভিনন্দন জানান।
রঞ্জন চন্দ