TRENDING:

West Midnapore News: ক্যান্সার আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় সাইক্লিস্ট দেবেন বেরা 

Last Updated:

মাত্র ১১ মাস আগে (২০২২ এর ৯ জানুয়ারি) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (Guinness World Records) লড়াইতে সামিল হয়েছিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: মাত্র ৫২ বছর বয়সেই প্রয়াত হলেন সবং তথা মেদিনীপুরের 'বিস্ময় সাইক্লিস্ট' দেবেন্দ্রনাথ বেরা (D. N. Bera)। মঙ্গলবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। নিজের 'বিস্ময় সাইকেল' নিয়ে বিশ্ব ভ্রমণকারী দেবেন (দেবেন্দ্রনাথ বেরা) মাত্র ১১ মাস আগে (২০২২ এর ৯ জানুয়ারি) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (Guinness World Records) লড়াইতে সামিল হয়েছিলেন।
প্রয়াত দেবেন বেরা 
প্রয়াত দেবেন বেরা 
advertisement

ব্রেক, চেন, সিট- বিহীন সাইকেল হাতে করে চালিয়ে ৩ ঘন্টা ৩ মিনিটে (১৮৩ মিনিটে) 'রেকর্ড' ৩৩.৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। সকলের প্রিয় সেই বিস্ময় সাইক্লিস্ট দেবেন্দ্রনাথের খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে মাত্র ২ মাস আগে! সব লড়াইতে জিতলেও, জীবন-যুদ্ধের এই লড়াইতে হেরে গেলেন সাইক্লিস্ট ডি. এন. বেরা। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সবং সহ গোটা মেদিনীপুর!

advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, জন্মস্থান সবংয়ের নওগাঁ ২ নং গ্রাম পঞ্চায়েতের বড়সাহড়া গ্রামে হলেও, অকৃতদার (অবিবাহিত) দেবেন স্থায়ীভাবে বসবাস করতেন পার্শ্ববর্তী সারতা ৫ নং গ্রাম পঞ্চায়েতের সাতসাই গ্রামে, নিজের মামাবাড়িতে। ছোটো থেকেই সাইকেল নিয়ে নানা কারিকুরি করা বা খেলা দেখানো তাঁর শখ ছিল। পরবর্তী সময়ে, এই শখ বা নেশাকেই নিজের পেশা করে নিলেন। সাইকেল খেলা দেখিয়ে, বুকের উপর দিয়ে ট্রাক চালিয়ে, চুল দিয়ে বেঁধে ট্রাক ট্রেনে প্রভৃতি করেই রুজি রোজগার হয়।

advertisement

আরও পড়ুন: ৫০০ থেকে ৩০০০! মৃতদেহ নিয়ে 'তুমুল' জুলুমবাজি! মর্গ কর্মীদের বিরুদ্ধে বিরাট অভিযোগ বর্ধমানে

View More

তবে, এর মাঝেই রেকর্ড গড়ার লক্ষ্যে দু'দুবার দেশ ভ্রমণ করেছেন অদ্ভুত এই সাইকেল নিয়ে। তবে, অন্যান্য নানা পুরস্কার ও সম্মান জুটলেও, অধরা থেকে গিয়েছিল'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস'। সেই লক্ষ্যেই, চলতি বছরের (২০২২) ৯ জানুয়ারি বছর ৫২'র দেবেন তাঁর অদ্ভুত সাইকেল নিয়ে ৩ ঘন্টা ৩ মিনিটে ৩৩.৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন!

advertisement

আরও পড়ুন: Murshidabad News|| মোটা বেতনের চাকরি ছেড়ে রাশিয়া থেকে মুর্শিদাবাদ, লাল বেনারসিতে বিয়ের পিঁড়িতে রুশ যুবতী

তৎকালীন মন্ত্রী তথা ডেবরার বিধায়ক হুমায়ূন কবীর ও পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে নিজের লক্ষ্য পূরণ করেছিলেন দেবেন্দ্রনাথ। সেই লড়াইয়ের ফলাফল জানার আগেই অর্থাৎ গিনেস বুকে নাম ওঠার আগেই পরলোকে পাড়ি দিলেন সবং-ডেবরা-পিংলা'র আট থেকে আশি, সকলের প্রিয় দেবেন দা!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Partha Mukherjee 

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ক্যান্সার আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় সাইক্লিস্ট দেবেন বেরা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল